সাম্যাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে কারো নাম বা ছবি দিয়ে ভুয়া অ্যাকাউন্ট বানিয়ে হয়রানি করা এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর এসব হয়রানি বন্ধে ফেসবুক নতুন এক ফিচার নিয়ে কাজ করছে বহুদিন ধরেই।
সাম্যাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে কারো নাম বা ছবি দিয়ে ভুয়া অ্যাকাউন্ট বানিয়ে হয়রানি করা এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর এসব হয়রানি বন্ধে ফেসবুক নতুন এক ফিচার নিয়ে কাজ করছে বহুদিন ধরেই।
ছদ্মবেশে কেউ যদি আপনার ছবি বা নাম বা ব্যক্তিগত তথ্য দিয়ে ভুয়া অ্যাকাউন্ট করতে চায় তাহলে ফেসবুকই স্বয়ংক্রিয়ভাবে আসল ব্যবহারকারীকে অ্যালার্ট পাঠাবে। ২০১৫ সালের নভেম্বর থেকে কাজ শুরু হয় নতুন এই টুল নিয়ে। ফিচারটি পরীক্ষানিরীক্ষার পর্যায়ে আছে এখনও। কাজ শেষ হলে প্রাথমিকভাবে ৭৫ শতাংশ ব্যবহারকারীদের জন্য চালু করা হবে এই ফিচার। পরবর্তীতে সবার জন্য এই ফিচার উন্মুক্ত করা হবে।
নতুন এই ফিচার চালু হলে ফেসবুকে হয়রানি বন্ধ হওয়ার পাশাপাশি আইনি ব্যবস্থা নেয়াও সহজ হবে।
0 comments:
Post a Comment