Monday, March 7, 2016

পছন্দের ছবি দিয়ে বানানো যাবে ফেসবুকের রিঅ্যাকশন ইমোজি ।

4:02:00 AM

সম্প্রতি ফেসবুকে চালু হয়েছে ৬টি রিএকশন ইমোজি। আর ফেসবুক রিঅ্যাকশনের জন্য ইচ্ছেমত ছবি ব্যবহার করার জন্য ডেভেলপার রডনি ফলজ বানিয়েছেন 'রিঅ্যাকশন প্যাকস'।



সম্প্রতি ফেসবুকে চালু হয়েছে ৬টি রিএকশন ইমোজি। আর ফেসবুক রিঅ্যাকশনের জন্য ইচ্ছেমত ছবি ব্যবহার করার জন্য ডেভেলপার রডনি ফলজ বানিয়েছেন 'রিঅ্যাকশন প্যাকস'।

গুগল ক্রোম এবং ফায়ারফক্স ব্যবহারকারীরা রিঅ্যাকশন ইমোজিগুলোতে ডোনাল্ড ট্রাম্প এবং পোকেমনের ছবি ব্যবহার করতে পারবেন। রিঅ্যাকশন প্যাকসটি ব্রাউজার এক্সটেনশন স্টোরে পাওয়া যাবে। স্টোর থেকে এটি ইনস্টল করার পর ব্যবহারকারীরা ওয়েবসাইট থেকে ফেসবুক রিঅ্যাকশনের জন্য ইচ্ছেমত ছবি পছন্দ করে ব্যবহার করতে পারবে। ফলে ফেসবুক রিঅ্যাকশনগুলো আগের মতই থাকবে, শুধু ছবিগুলো বদলানো যাবে। বর্তমানে শুধু ট্রাম্প এবং পোকেমনের ছবি ব্যবহার করা যাচ্ছে।

‘রিঅ্যাকশন প্যাকস’ক্রোম ওয়েব স্টোর ও ফায়ারফক্স অ্যাড অন সাইট থেকে বিনামূল্যে ইনেস্টল করা যাবে।

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top