গুগলের এই প্রকল্পটি লক্ষ্য করেছে সফটওয়্যার ও হার্ডওয়্যারের হ্যাকিংবিষয়ক ব্লগ সাইট হ্যাকাডে। রহস্যময় এই প্রকল্প নিয়ে খুব বেশি কিছু প্রকাশ করা হয়নি। গুগল তাদের ব্যবসায়িক কৌশল সুরক্ষিত রাখতে এই প্রকল্পের তথ্য মানুষের কাছ থেকে গোপন রাখছে। রযুক্তিবিষয়ক ম্যাগাজিন 'পপুলার মেকানিক্স' জানিয়েছে, ট্রান্সমিটারগুলোর একটি ৭০ থেকে ৮০ গিগাহার্টজ ক্ষমতার, যা সাধারণত উচ্চ ব্যান্ডউইথের যোগাযোগের জন্য ব্যবহৃত হয়।
Monday, March 7, 2016
মেক্সিকো'তে গুগলের রহস্যময় রেডিও ট্রান্সমিটার
3:57:00 AM
গুগলের এই প্রকল্পটি লক্ষ্য করেছে সফটওয়্যার ও হার্ডওয়্যারের হ্যাকিংবিষয়ক ব্লগ সাইট হ্যাকাডে। রহস্যময় এই প্রকল্প নিয়ে খুব বেশি কিছু প্রকাশ করা হয়নি। গুগল তাদের ব্যবসায়িক কৌশল সুরক্ষিত রাখতে এই প্রকল্পের তথ্য মানুষের কাছ থেকে গোপন রাখছে। রযুক্তিবিষয়ক ম্যাগাজিন 'পপুলার মেকানিক্স' জানিয়েছে, ট্রান্সমিটারগুলোর একটি ৭০ থেকে ৮০ গিগাহার্টজ ক্ষমতার, যা সাধারণত উচ্চ ব্যান্ডউইথের যোগাযোগের জন্য ব্যবহৃত হয়।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment