বর্তমান সময়ে ইন্টারনেটে সবচেয়ে সহজ কাজ কাউকে ইমেইল পাঠানো। কিন্তু আজ থেকে ত্রিশ বছর আগে এই বিষয়টি কেমন ছিল? সে সময়ে 'ফোন কম্পিউটার' এর মাধ্যমে নাম্বার ডায়াল করে এক জটিল প্রক্রিয়ার মাধ্যমে ইমেইল করা হত।
বর্তমান সময়ে ইন্টারনেটে সবচেয়ে সহজ কাজ কাউকে ইমেইল পাঠানো। কিন্তু আজ থেকে ত্রিশ বছর আগে এই বিষয়টি কেমন ছিল? সে সময়ে 'ফোন কম্পিউটার' এর মাধ্যমে নাম্বার ডায়াল করে এক জটিল প্রক্রিয়ার মাধ্যমে ইমেইল করা হত।
৮০'র দশকে 'মাইক্রোনেট ৮০০' ছিল ইনফরমেশন প্রভাইডার সংক্ষেপে আইপি। এই অনলাইনে ম্যাগাজিন যেখানে ব্যবহারকারীরা কম্পিউটার সম্পর্কিত খবর, রিভিউ, সাধারণ বিষয় নিবন্ধ এবং ডাউনলোডযোগ্য টেলিসফটওয়্যার পেত।ইমেইল করার জন্য প্রথমে *800# নাম্বারে ডায়াল করে 'মাইক্রোনেট ৮০০' হোমপেজে গিয়ে ব্যবহারকারীকে ইমেইল করতে হতো। প্রক্রিয়াটির সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
সুত্রঃ বিজনেস ইনসাইডার
৮০'র দশকে 'মাইক্রোনেট ৮০০' ছিল ইনফরমেশন প্রভাইডার সংক্ষেপে আইপি। এই অনলাইনে ম্যাগাজিন যেখানে ব্যবহারকারীরা কম্পিউটার সম্পর্কিত খবর, রিভিউ, সাধারণ বিষয় নিবন্ধ এবং ডাউনলোডযোগ্য টেলিসফটওয়্যার পেত।ইমেইল করার জন্য প্রথমে *800# নাম্বারে ডায়াল করে 'মাইক্রোনেট ৮০০' হোমপেজে গিয়ে ব্যবহারকারীকে ইমেইল করতে হতো। প্রক্রিয়াটির সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
সুত্রঃ বিজনেস ইনসাইডার
0 comments:
Post a Comment