Sunday, March 13, 2016

জনপ্রিয় 'ফেস-সোয়াপ' অ্যাপ এখন ফেসবুকে

9:43:00 PM

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সম্প্রতি নিজের অ্যাকাউন্ট থেকে আয়রনম্যান হেলমেট পড়া একটি ভিডিও শেয়ার করেন। তবে প্রকৃতপক্ষে আয়রনম্যানের কোনো হেলমেট পরেননি জাকারবার্গ।


সম্প্রতি ফেসবুক জনপ্রিয় অ্যাপ ফেস-সোয়াপের উদ্ভাবক এমএসকিউআরডি প্রতিষ্ঠানকে কিনে নিয়েছে। আর এর প্রচারণার জন্য 'ফেস-সোয়াপ' সফটওয়্যার ব্যবহার ভিডিওতে নিজের মুখের ওপর আয়রনম্যানের হেলমেট বসান ভিডিও ফেসবুকে শেয়ার করেন। এই সফটওয়্যার ব্যবহার করে কোনো ব্যক্তির মুখের ওপর, প্রাণী বা চলচ্চিত্রের কোনো চরিত্রের মুখোশ, আয়র‍নম্যানের হেলমেটসহ বিভিন্ন রূপ দেওয়া যায়। ফোনের সেলফি ক্যামেরা ব্যবহার করে মুখমণ্ডলে নানা মজার বিষয় যুক্ত করে ভিডিও রেকর্ড করা যাবে এবং পরে তা অন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে।
ফেস-সোয়াপ অ্যাপটি খুব অল্প সময়ে অ্যাপ স্টোরে জনপ্রিয় হয়ে ওঠে। অ্যাপ স্টোরের টপ চার্টের খুব কাছাকাছি রয়েছে এই অ্যাপটি। এক ব্লগ পোস্টে মাস্কুয়ারেড এর উদ্যক্তারা বলেন, আমরা চেহারা পরিবর্তন করে ভিডিওকে আরও মজার এবং আকর্ষণীয় করতে কঠোর পরিশ্রম করেছি। আর এখন প্রযুক্তিকে আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ফেসবুকে যোগ দেয়ায় আমরা দারুণ উত্তেজিত, আর ফেসবুকের মাধ্যমে আমরা আগের তুলনায় অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাবো।
তবে, এমএসকিউআরডি কিনে নেয়ার জন্য ফেসবুক কত ডলার ব্যয় করেছে সে বিষয়ে কিছু বলেনি।

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top