চীনা প্রতিষ্ঠান অপ্পো এবার বিশ্বকাপ টি২০ এর অফিশিয়াল স্পন্সর। আর একারণেই এমন উদ্যোগ। ফোনটির কনফিগারেশনে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬১৬ প্রসেসর, ১৬ জিবি বিল্টইন মেমোরি, মাইক্রোএসডি কার্ড ১২৮ জিবি পর্যন্ত মেমোরি বাড়ানোর সুবিধা। এছাড়াও সেলফি তোলার জন্য আছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর উপহার হিসাবে ফোনটির সাথে আছে সেলফি স্টিক এবং ব্যাক প্যানেলে বিশ্বকাপ টি২০'র লোগো। আর প্রতিষ্ঠানটি ‘গ্র্যাব এ সিক্স’ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে যার মাধ্যমে গ্যালারিতে উপস্থিত দর্শকও এফ১ আইসিসি ডব্লিউটি২০ স্মার্টফোন পেতে পারেন।
Sunday, March 13, 2016
টি২০ বিশ্বকাপে অপ্পো নিয়ে আসলো 'এফ১ আইসিসি ডব্লিউটি২০' স্মার্টফোন
10:43:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment