কাঠামোগতভাবে ৮৯৯ মার্কিন ডলারের গ্যালাক্সি ট্যাবপ্রো এস অনেকটা প্রথম দিককার স্যামসাং অ্যান্ড্রয়েড ট্যাবলেটের মতো। তবে ইনটেলের কোর এমথ্রি প্রসেসর এবং লো-হিট প্রসেসর লাইনযুক্ত ট্যাবলেটটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলে।
প্রথম হার্ডওয়্যার ভিত্তিক পোস্ট-ল্যাপটপ প্রোডাক্টিভিডি কম্পিউটিং হিসেবে স্যামসাং বাজারে আনল গ্যালাক্সি ট্যাবপ্রো এস। ট্যাবলেটটি অনেক সরল, অভিজাত এবং বিচক্ষণতার সাথে তৈরি করা হয়েছে।
আরো দেখুনঃ অ্যাপলের ম্যাকবুকে থাকবেনা কিবোর্ড !
কাঠামোগতভাবে ৮৯৯ মার্কিন ডলারের গ্যালাক্সি ট্যাবপ্রো এস অনেকটা প্রথম দিককার স্যামসাং অ্যান্ড্রয়েড ট্যাবলেটের মতো। তবে ইনটেলের কোর এমথ্রি প্রসেসর এবং লো-হিট প্রসেসর লাইনযুক্ত ট্যাবলেটটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলে। তাই এটিতে খুব দ্রুত ফটো এডিটিং, গ্রাফিক ডিজাইন এবং অন্যান্য মধ্যবর্তী প্রোডাক্টিভিটি কার্যক্রমগুলো করা যাবে।
ট্যাবলেটটির ফ্লিপকেসগুলোতে টাইপিংয়ের জন্য চওড়া কি আছে। টাচপ্যাডটি সুসংগঠিত এবং সক্রিয়। তবে এটির কিবোর্ডে কাঠামোগত ডিজাইনটি এটিকে অনন্য করে তুলেছে। ট্যাবলেটটিতে একধরণে চৌম্বক অংশ আছে যা এটিকে ল্যাপটপ মোডে নিয়ে যায়। তবে এটির কিবোর্ডে কোন কিকস্ট্যান্ড বা লিন নেই ফলে আপনি খুব সহজেই এটিকে কোলে বা টেবিলে রেখে কাজ করতে পারবেন। আর এতোগুলো কারণে ট্যাবপ্রো এস শুধুমাত্র ল্যাপটপের উত্তম বিকল্পই নয়, অনেক সস্তাও।
![]() |
Photoshop Lightroom runs smoothly on this sleek tablet. |
প্রথম হার্ডওয়্যার ভিত্তিক পোস্ট-ল্যাপটপ প্রোডাক্টিভিডি কম্পিউটিং হিসেবে স্যামসাং বাজারে আনল গ্যালাক্সি ট্যাবপ্রো এস। ট্যাবলেটটি অনেক সরল, অভিজাত এবং বিচক্ষণতার সাথে তৈরি করা হয়েছে।
আরো দেখুনঃ অ্যাপলের ম্যাকবুকে থাকবেনা কিবোর্ড !
কাঠামোগতভাবে ৮৯৯ মার্কিন ডলারের গ্যালাক্সি ট্যাবপ্রো এস অনেকটা প্রথম দিককার স্যামসাং অ্যান্ড্রয়েড ট্যাবলেটের মতো। তবে ইনটেলের কোর এমথ্রি প্রসেসর এবং লো-হিট প্রসেসর লাইনযুক্ত ট্যাবলেটটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলে। তাই এটিতে খুব দ্রুত ফটো এডিটিং, গ্রাফিক ডিজাইন এবং অন্যান্য মধ্যবর্তী প্রোডাক্টিভিটি কার্যক্রমগুলো করা যাবে।
![]() |
Samsung Tab Pro S Running On Windows 10 |
ট্যাবলেটটির ফ্লিপকেসগুলোতে টাইপিংয়ের জন্য চওড়া কি আছে। টাচপ্যাডটি সুসংগঠিত এবং সক্রিয়। তবে এটির কিবোর্ডে কাঠামোগত ডিজাইনটি এটিকে অনন্য করে তুলেছে। ট্যাবলেটটিতে একধরণে চৌম্বক অংশ আছে যা এটিকে ল্যাপটপ মোডে নিয়ে যায়। তবে এটির কিবোর্ডে কোন কিকস্ট্যান্ড বা লিন নেই ফলে আপনি খুব সহজেই এটিকে কোলে বা টেবিলে রেখে কাজ করতে পারবেন। আর এতোগুলো কারণে ট্যাবপ্রো এস শুধুমাত্র ল্যাপটপের উত্তম বিকল্পই নয়, অনেক সস্তাও।
0 comments:
Post a Comment