Sunday, April 2, 2017

গ্যালাক্সি এস৮ ফোন এর ফেসিয়াল রিকগনিশন ফিচারে ত্রুটি

12:22:00 AM

দক্ষিণ কোরিয়ার এবং বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান স্যামসাং গত ২৯ মার্চ তাদের ফ্ল্যাগশিপ ফোন স্যামসাং গ্যালাক্সি এস৮ এবং এস৮ প্লাস উন্মুক্ত করেছে। আর উন্মুক্তের পর পরই ফেসবুক, ইউটিউবে এ নিয়ে তৈরী হয়েছে বিভিন্নরকম আলোচনা । ইউটিউবে আইডিভাইসহেল্প নামে একটি চ্যানেল একটি ভিডিও পোস্ট করেছে যেখানে দেখানো হয়েছে, ফোনের ফেসিয়াল রিকগনিশন ফিচারটির ফোন ব্যবহারকারীদের ফটো দিয়ে বোকা বানানো সম্ভব।
samsung galaxy s8 galaxy s8 samsung security facial recognition can be bypassed

ভিডিওতে দেখা গেছে, ব্যবহারকারী শুধুমাত্র আরেকটি স্মার্টফোন নিয়ে ব্যবহারকারী নিজের একটি ছবি এস৮ ফোনের সামনে ধরেছে । আর এতেই ডিভাইসটিকে বোকা বনে যায়। অন্য ফোনে ব্যবহারকারীর ছবি দেখে ফোনটি আনলক হয়ে যায়। প্রতিষ্ঠানটি নিরাপত্তার বিষয়টিকে জোর দিয়ে ফেসিয়াল রিকগনিশনের সাথে আইরিশ স্ক্যানার ও যুক্ত করেছে এই ডিভাইসে। তবে ভিডিওটি প্রতিষ্ঠানটিকে ভুল প্রমাণিত করতে পারে।

স্যামসাং নোট ৭ বিস্ফোরণের ঘটনার পর আরও উন্নত নিরাপদ অভিজ্ঞতা নিয়ে এস৮ ফোনটি উন্মুক্ত করেছে। আর বাকিটা আগামী ২১ এপ্রিল গ্রাহকের হাতে পৌঁছানোর পর বোঝা যাবে।

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top