Monday, March 7, 2016

চলে গেলেন ইমেইলের জনক

2:57:00 AM


বর্তমান সময়ে যোগাযোগের ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে এসেছে ইমেইল। অফিসের কাজকর্ম থেকে শুরু করে পড়াশোনা সব ক্ষেত্রে এখন ইমেইলের গুরুত্ব অপরিসীম। আর এই ইমেইল এর আবিষ্কারক রে টমলিনসন পৃথিবী ছেড়ে চলে গেলেন।

গত শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৪ বছর। রে টমলিনসন ছিলেন একজন সাধারণ কম্পিউটার প্রোগ্রামার। ১৯৭১ সালে তিনি এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ইলেকট্রনিক মেইল পাঠানোর পরিকল্পনা করেন। আর ই-মেইল অ্যাড্রেসে ব্যবহৃত '@' চিহ্নটিও তার আবিস্কার। পৃথিবীর প্রথম ই-মেইলটিও পাঠিয়েছিলেন রে। যুক্তরাষ্ট্রের বোস্টনের ‘বোল্ট, বেরানেক অ্যান্ড নিউম্যান’ কোম্পানিতে কর্মরত থাকা অবস্থায় এই ই-মেইল পাঠান তিনি।

২০১২ সালে রে টমলিনসনকে তাঁর কাজের স্বীকৃতি হিসেবে ‘ইন্টারনেট হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত করা হয়।

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top