সম্প্রতি জার্মান ওয়েবসাইট উইনফিউচার এক প্রতিবেদনে জানায়, ওয়ান প্লাস ৩ স্মার্টফোনটি ২৮ মে জনসম্মুখে উন্মোচিত হতে পারে। তাছাড়া স্মার্টফোনটিতে ৬জিবি র্যাম এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর থাকবে বলেও জানায় ওয়েবসাইটটি।
![]() |
ONEPLUS 3 |
আরো পড়ুনঃ কাস্টম রম ব্যবহারের কিছু সুবিধা অসুবিধা
শাওমি মি ৫ ফ্ল্যাগশিপের পর এবার সবার চোখ ওয়ান প্লাস ৩ স্মার্টফোনের দিকে। সম্প্রতি অনলাইনে ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে ওয়ান প্লাস ৩’তে ৪ জিবি র্যা ম থাকবে। তবে মডেলটি ৬ জিবি র্যা ম ভ্যারিয়েন্টেও আসবে বলে গুজব উঠেছে। স্মার্টফোন উন্মোচনের সম্ভাব্য তারিখ চলে আসায় এখন সবার একটাই প্রশ্ন ফোনটি ৪জিবি নাকি ৬জিবি র্যা মে বাজারে আসবে। তবে অনেকের ধারণা ফোনটি ৪জিবি এবং ৬জিবি দুই ভ্যারিয়েন্টেই বাজারে আসবে।
সম্প্রতি জার্মান ওয়েবসাইট উইনফিউচার এক প্রতিবেদনে জানায়, ওয়ান প্লাস ৩ স্মার্টফোনটি ২৮ মে জনসম্মুখে উন্মোচিত হতে পারে। তাছাড়া স্মার্টফোনটিতে ৬জিবি র্যাম এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর থাকবে বলেও জানায় ওয়েবসাইটটি। তবে ওয়ান প্লাস ৩ স্মার্টফোনটির ডিজাইনে ব্যাপক কাজ করেছে প্রতিষ্ঠানটি। অনলাইনে ফাঁস হওয়া ছবিতে কিছুটা ভিন্নরকমের ডিজাইনের স্মার্টফোন দেখা যাচ্ছে। স্মার্টফোনটিতে পূর্বেকার ফোনগুলোর মতো ফ্লন্ট কারভায়ার এজ আছে। তাছাড়া ফোনটির সাইড বাটনে একটি ক্যামেরা বাটনও যুক্ত করা হয়েছে।
স্মার্টফোনটির সামনে কার্ভড গ্লাস এবং নিচের দিকে বড়সড় স্পিকারের ঝাঝরি যুক্ত করা হয়েছে। এটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবেও কাজ করবে। স্মার্টফোনটিতে ডুয়াল এলইডি ফ্ল্যাশসহ ২০ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। ফোনটির নিচে চার্জিং পোর্টসহ ইউএসবি সি পোর্ট আছে। তাছাড়া ওয়ান প্লাস ৩ স্মার্টফোনটিতে ১৯২০*১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৫ ইঞ্চি ডিসপ্লে থাকবে।
0 comments:
Post a Comment