Showing posts with label এডসেন্স. Show all posts
Showing posts with label এডসেন্স. Show all posts

Monday, April 25, 2016

অ্যাডসেন্স এর ৪০ টি বিকল্প থেকে সর্বচ্চ হারে আয় করুন আপনার সাইট দিয়ে

আজ আমি বলব ওয়েবসাইট থেকে আয়ের একটি পথ নিয়ে অর্থাৎ সাইটে বিজ্ঞাপন প্রদর্শন করার মাধ্যমে আয় করার বিষয়ে। সাইটে বিজ্ঞাপন প্রদর্শন করার সবচেয়ে বড় ও সর্বচ্চ হারে আয়ের মাধ্যম হল গুগল এর অ্যাডসেন্স। কিন্তু গুগল অ্যাডসেন্স এর অনেক নিয়ম ও শর্ত থাকার কারনে অনেক সাইট আছে যা এরা অ্যাপ্রুভ বা গ্রহন করেনা। যেমন ঃ অনেক বেশি ভিজিটর লাগে, সর্বচ্চ মানের বা ভাল কোয়ালিটির টিউন বা কন্টেন্ট প্রয়োজন হয় এই রকম আরও অনেক শর্ত আছে। যেগুলো আমাদের সবার পক্ষে মানা সম্ভব হয়না বা ওই মানের সাইট তৈরি করতে পারিনা তাদের জন্য আজ আমি সংগ্রহ করেছি ৪০ টি গুগল অ্যাডসেন্স এর বিকল্প।

Top 40 Google Adsense Alternatives

এই সাইট গুলোতে নিয়ম ও শর্ত অনেক সহজ, দুর্বল মানের সাইট ও কম ভিজিটর দিয়েও আপনারা আয় করতে পারবেন। এর মধ্যে কিছু সাইট আছে খুব কম ভিজিটর হলেও চলে আবার কিছু আছে যা অ্যাকাউন্ট খুলে ওয়েবসাইট যুক্ত করার সাথেই অ্যাপ্রুভ হয় এর পর সুধু ওদের সোর্সকোড ওয়েবসাইট এ যুক্ত করেলেই অ্যাড শো বা বিজ্ঞাপন প্রদর্শন শুরু করে। তো চলুন শুরু করি।

Thursday, October 29, 2015

গুগলের এডসেন্স একাউন্ট ব্যান হওয়ার আগেই ঢুকে পরুন Safe Zone-এ

প্রশ্ন: গুগল এডসেন্স একাউন্ট ব্যান বা বন্ধ হয়ে গেলে কি করবেন? যদি এক কথায় উত্তর চান, তবে এডসেন্স একাউন্ট বন্ধ হয়ে গেলে কিছুই করার নাই, তবে বন্ধ যাতে না হয় তার জন্য বন্ধ হবার আগে বন্ধ হবার কারনগুলো জানুন আর গুগলের সাথে প্রতারনা থেকে দূরে থাকুন। আমি আজ র্পযন্ত একজন ব্যতীত কারও গল্প শুনি নাই যে তার একাউন্ট বাতিল হবার পর আবার সেই একাউন্ট সচল হয়েছে। তাই যা করার আগেই করুন ... একাউন্ট নিস্ক্রিয় হবার পর শত চেষ্টা করেও লাভ হবে না, বাতিল হয়ে যাওয়া একাউন্ট ফেরত পাবেন না।

আরো দেখুনঃ গুগলের কাছে ৯.৩ বিলিয়ন মার্কিন ডলার দাবী ওরাকলের

প্রধান কি কি কারনে একাউন্ট বাতিল হয়?

১. সবচেয়ে বড় কারন হল, ইচ্ছাকৃত অ্যাডে ক্লিক করা। দিনে রাতে হাজার হাজার, লক্ষ লক্ষ টাকার স্বপ্ন নিয়ে একেকজন এডসেন্স একাউন্ট খুলে কিংবা বাস্তবিকতা পুরোপুরি ভিন্ন - আর দশটা পেশার মতো টাকা কামাতে এডসেন্সের জন্যেও প্রচুর পরিশ্রম, ধৈর্য্য আর অভিজ্ঞতার প্রয়োজন। আর এসবের অভাবে নতুন এডসেন্স পাবলিশাররা সহজের হতাশ হয়ে পড়েন এবং নিজেদের অ্যাডে নিজেরাই ক্লিক করেন কিংবা অন্যদের ক্লিক করতে উৎসাহিত করেন। এ কোনো অবস্থাতেই গ্রহনযোগ্য নয়। কোনো ক্লিক না পেলে ওয়েবসাইট করাই বাদ দেন - তবুও নিজের অ্যাডে ক্লিক করবেন না।

২. অনেক ওয়েবসাইট বলে, তাদের সদস্য হলে নাকি তারা হাজার হাজার ভিজিটর আপনার ওয়েবসাইটে পাঠিয়ে দেবে। এধরনের ওয়েবসাইট কিংবা প্রোগ্রামগুলো পুরোপুরি নিষিদ্ধ। এগুলোর মাধ্যমে যদি অবৈধ ক্লিক না পড়ে, তবুও অবৈধভাবে পেজ ইমপ্রেশন সৃষ্টির দায়ে বিনা নোটিসে আপনার একাউন্ট বাতিল হতে পারে। তাই কোনোরুপ কৃত্রিম উপায়ে ভিজিটর বাড়াতে চেষ্টা করবেন না।

৩. এড্যাল সাইট, কাট-কপি-পেষ্ট করা লেখার ওয়েবসাইট (কপিরাইট ভঙ্গ হলে), পাইরেট সফটওয়ার ডাউনলোড, জুয়া কিংবা নিষিদ্ধ ঔষধ কিংবা মাদকদ্রব্য সেবনে উৎসাহিত করে এমন ওয়েবসাইটে অ্যাড বসালে একাউন্ট বাতিল হতে বাধ্য।

৪। অনেকে অ্যাডের পাশে লিখে দেব - "আমাদের সাহায্য করুন", "এই সাইটগুলো ভিজিট করুন", "এখানে ক্লিক করুন" কিংবা "প্রিয় ওয়েবসাইট" - এগুলো পাঠককে অ্যাডে ক্লিক করতে উৎসাহিত করারই নামান্তর, এগুলো থেকে বিরত থাকুন।

৫। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি - গুগল নতুন পাবলিশারদের প্রতি খুবই কঠোর। তাই প্রথম অবস্থায় খুবই সর্তক থাকতে হয়। গুগলের সাথে চালাকি করার জন্য আপনি যদি ১০ টা উপায় বের করে থাকেন, তবে আপনাকে ধরার জন্য অনেক আগেই তারা ১০,০০০ টা উপায় বের করে রেখেছে, তাই প্রতারনা করে রেহাই পাবেন না।

১৭০০০ মার্কিন ডলারের ও বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল অ্যান্ড্রয়েড স্মার্টফোন ।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসরযুক্ত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সোলারিন স্মার্টফোনটিতে ওয়াই-ফাই সংযোগসহ আছে ২৩.৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।...

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top