Showing posts with label ফ্রী ইন্টারনেট. Show all posts
Showing posts with label ফ্রী ইন্টারনেট. Show all posts

Wednesday, December 16, 2015

জিপি সিম দিয়ে পিসি ও এন্ড্রয়েড দিয়ে ফ্রি নেট চালান ১ এম্বিপিএস স্পিডে

For PC Net User


প্রথমেই নিচ থেকে .zip file টা ডাওনলোড করে নিন

Gp Free Net 2015.zip


প্রথমে আপনার এন্টিভাইরাস ডিসেবাল করে দিন কেননা এটি এটাকে ভাইরাস হিসাবে সনাক্ত করতে পারে এবার

Extract করুন ভিতরে Nmd Vpn 2015.exe নামের একটা সফটওয়্যার এবং ‘Config’ নামের একয়াট ফোল্ডার পাবেন

NmdVpn.exe ইনষ্টল করুন এবং C:=>Program files=> NMD Vpn =>Config এ যান

অই ফোল্ডারে কিছু থাকলে ডিলেট করুন এবং আপনার এক্সট্রাক্ট করা ‘Config’ ফোল্ডার এর ভিতরকার ফাইল গুলা কপি করুন

তারপর ফোল্ডার তটা নিচের মতো দেখতে হবে

2015-09-09_222648fff


তারপর “NmdVpn.exe” এর উপর মাউস এর ডান পাশের বাটন ক্লিক করে “Run As Administrator” দিয়ে চালু করুন

তারপর আপনার Task Bar থেকে NMD vpn চালু করুন এবং যেকোন একটা কনফিগ এ কানেক্ট ল্করুন [You must be connect your modem first]

run-nmd

কিছুক্ষন পর “Vpn connected”এই টাইপের একটা নটিফক্যশন দেখবেন। ব্যস আনলিমিটেড ফ্রী নেট চালান 😀 😀

For Android User

নিচ থেকে .zip ফাইল টা ডাওনলোড করুন

Android GP Free Net 2015.zip

[.zip pass word= trickbd.co ]


ডাওনলোড হলে আপনার SD card এ extract করুন

তারপর “Openvpn.apk” ইনষ্টল করুন এবং চালু করুন

তারপর ডানপাশের ড্রপ ডাওন মেন্যু থেকে t “Import profile from sd card ” সিলেক্ট করুন এবং আপনার এক্সট্রাক্ট করা config folder থেকে একটা কনফিগ সিলেক্ট করুন


নিচের মতো ইউজার নেম এবং পাসোয়ার্ড দিন

Username: vpnbook
Password: tuB3crew

তারপর কানেক্ট করুন এবং কানেক্টেড দেখালে ফ্রী নেট চালান …. যদি আপনার স্পিড কম থাকে Config folder থেকে অন্য একটা কনফিগ ফাইল দিয়ে কানেক্ট করুন!

Sunday, September 13, 2015

Airtel Free Internet Super Speed 100 % Unlimited Download New Update (14.09.15)


প্রথমে একটা
নেট প্যাকেজ এক্টিভ করতে হবে। এখন
আপনার BackgroundData অফ করে নিন নইলে
টাকা কেটে ফেলবে।এরপর নিচের মতকরে
একটা সেটিং করে নিন
Name: Toprbd
APN: Internet
Proxy: 141.0.11.253
Port: 80
তারপর নিচ থেকে অপেরাটা নামিয়ে Install
করে নিন
Yandex Opera 7.5.APK
তারপর অপেরাটা ওপেন করুন।অপেরার Child
Lock কোড হল এটা
www.nextwap.net
তারপর Proxy: 103.4.145.81/
Proxy Type: http দিন। Save করুন। ১৫ mb এর
বেশি ফাইলডাউনলোড করার জন্য
hideme.bepxvpn.com
অথবা
proxy-server.at
ইত্যাদি ব্যবহার করুন। 

এবার বাংলালায়ন Hack করে ফুল স্পিডে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট use করুন - নতুন আপডেট

আগের টিউনের দেয়া সফটওয়্যারটি পুরাতন ভার্সন হওয়ার কারণে অনেকের পিসিতে সেটাপের পর আইকন আসছিল না। এজন্য এই টিউনে নতুন ভার্সন দেয়া হল। :) যদি কোনো Error দেখায় তাহলে “Ignore” বাটনে ক্লিক করুন।


আমরা অনেকেই বাংলালায়ন ইউজ করি। কিন্তু কানেকশন লিমিটেড হওয়ার কারণে অনেক কাজই ঠিকমত করা যায় না। আগে অনেকবার বাংলালায়ন হ্যাক করা হয়েছিল। কিন্তু এখন আর এইগুলো কাজ করে না। আর বাংলালায়নের কানেকশন খুব সিকিউর হওয়ার কারনে হ্যাক করা অনেক কস্ট। প্রায় ১০-১২ দিন এক নাগারে গুতাগুতি করেছি বাংলালায়ন হ্যাক করার জন্য। কিন্তু কোন কাজ হয়নাই। অবশেষে আশা ছেড়ে দেওয়ার পথেই পেয়ে গেলাম স মা ধা ন!! বাংলালায়ন হ্যাক করার জন্য প্রথমেই আপনার দরকার হবে একটি মোডেম, পিসি এবং কিছু বুদ্ধি। প্রথমে আপনার মডেম কানেক্ট করে নিন। MB না থাকলেও চলবে। থাকলেও MB কাটবে না।

১) নিচের থেকে Super Tunnel Proxy ডাউনলোড করুনঃ


২) এবার সফটওয়্যারটি ওপেন করুন। সেটাপ দিন। এবার ডেস্কটপ আইকন থেকে Super Tunnel লেখা আইকনে ডাবল ক্লিক করে ওপেন করুন।

৩) ID এর জায়গায় demo-nic দিন এবং password এর জায়গায় ফাকা রাখুন।

৪) সাবমিট বাটনে ক্লিক করুন।

৫) ক্যাপচা ওপেন হবে। ক্যাপচা লিখে Submit বাটনে ক্লিক করুন।

৬) ব্যাস!! এবার আনলিমিটেড ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন!! প্রতি ২ ঘন্টা পরপর পিসি রিস্টার্ট দিবেন।

[ নোটঃ এটা Tunnel সফটওয়্যার হওয়াতে
এন্টিভাইরাস সমস্যা করতে পারে।
সমস্যা হলে এন্টিভাইরাস ডিসেবল
করে রাখুন। প্রোগ্রাম ওপেন না হলে
এন্টিভাইরাস আন-ইন্সটল করে দেখতে
পারেন। ]

Friday, September 11, 2015

আবারও জিপি দিয়ে আনলিমিটেড ফ্রী নেট চালান পিসি এবং এন্ড্রয়েড এ [ ১০০% কার্যকরী ]



ভালো স্পিড পাওয়ার জন্য জিপি ফ্লেক্সি প্ল্যান থেকে কম মেগাবাইট এবং বেশী মেয়াদ এর একটা ৩ জি প্যক এক্টিভ করুন।এক্টিভ করতে  Grameenphone Flexi Plan এ যান।

এইবার শুরু করা যাক

For PC Users

প্রথমেই নিচ থেকে .zip file টা ডাওনলোড করে নিন।

Grameenphone Free 2015 For PC

ফাইল extract করার জন্য পাসওয়ার্ড দিন  ttdunia.blogspot.com

এখন ভিতরে Nmd Vpn.exe নামের একটা সফটওয়্যার এবং  ‘Config’ নামের একয়াট ফোল্ডার পাবেন

NmdVpn.exe ইনষ্টল করুন এবং  C:=>Program files=> NMD Vpn =>Config এ যান

অই ফোল্ডারে কিছু থাকলে ডিলেট করুন এবং আপনার এক্সট্রাক্ট করা  ‘Config’ ফোল্ডার এর ভিতরকার ফাইল গুলা কপি করুন

তারপর ফোল্ডার তটা নিচের মতো দেখতে হবে




তারপর  “NmdVpn.exe” এর উপর মাউস এর ডান পাশের বাটন ক্লিক করে “Run As Administrator” দিয়ে চালু করুন

তারপর আপনার Task Bar থেকে NMD vpn চালু করুন এবং যেকোন একটা কনফিগ এ কানেক্ট ল্করুন [You must be connect your modem first]


run-nmd

কিছুক্ষন পর  “Vpn Connected”এই টাইপের একটা নটিফক্যশন দেখবেন। ব্যস আনলিমিটেড ফ্রী নেট চালান  😀 😀



For Android Users

নিচ থেকে .zip ফাইল টা ডাওনলোড করুন


তারপর “Openvpn.apk” ইনষ্টল করুন এবং চালু করুন

তারপর ডানপাশের ড্রপ ডাওন মেন্যু থেকে t “Import profile from sd card ” সিলেক্ট করুন এবং আপনার এক্সট্রাক্ট করা config folder থেকে একটা কনফিগ সিলেক্ট করুন

gp free net 2015


নিচের মতো ইউজার নেম এবং পাসোয়ার্ড দিন

Username: vpnbook

Password: tuB3crew


তারপর কানেক্ট করুন এবং কানেক্টেড দেখালে ফ্রী নেট চালান …. যদি আপনার স্পিড কম থাকে Config folder থেকে অন্য একটা কনফিগ ফাইল দিয়ে কানেক্ট করুন!



১৭০০০ মার্কিন ডলারের ও বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল অ্যান্ড্রয়েড স্মার্টফোন ।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসরযুক্ত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সোলারিন স্মার্টফোনটিতে ওয়াই-ফাই সংযোগসহ আছে ২৩.৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।...

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top