Showing posts with label ক্রোম এক্সটেনশন. Show all posts
Showing posts with label ক্রোম এক্সটেনশন. Show all posts

Thursday, April 21, 2016

গুগলে গুগল ডটকম বিপজ্জনক !

সার্চ জায়ান্ট গুগল তাদের ব্রাউজার কম্পিউটারে ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করে সাইবার
Google Has Flagged itself as a Malware Risk

বুধবার সার্চ জায়ান্ট গুগল তাদের ব্রাউজার ব্যবহারকারিদের এক সতর্কবার্তা পাঠিয়েছে। গুগলের সেফ ব্রাউজিং টুল যারা ব্যবহার করে থাকেন তারা এই সতর্কবার্তা পেয়েছেন।

আরো দেখুনঃ ওয়েব পেইজ সংকলন করতে গুগলে ক্রোমে ‘সেভ টু গুগল’ চালু

গুগল ডটকমের কিছু পেজ ব্যবহারকারীর কম্পিউটারে ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করে সাইবার সফটওয়্যার ডাউনলোডের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে। আর তাই সেফ ব্রাউজিং টুল, গুগল ডটকমে বিপজ্জনক কোনো বিষয় বুঝতে পেরে গুগল ডটকমকেও বিপজ্জনক সাইট হিসেবে সতর্ক করে দেয়।
তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গুগল সাইটটি বিপজ্জনক দেখালেও গুগল ডটকমে যাওয়া বিপজ্জনক নয়। কিছু ব্যবহারকারী গুগল ব্যবহার করে ক্ষতিকর কোনো টুল বা লিংক হোস্ট করে রাখায় গুগলের ওই টুল পুরো গুগল ডোমেইনটিকেই কিছুটা বিপজ্জনক হিসেবে অন্য ব্যবহারকারীদের সতর্ক করে দিচ্ছে।
গুগলের সেফ ব্রাউজিং টুল অনিরাপদ ওয়েবসাইট খুঁজে বের করতে কোটি কোটি ইউআরএল স্ক্যান করে। বিপজ্জনক কনটেন্ট ঠিক করা হলে ২৪ ঘণ্টার মধ্যে সাইট আবার নিরাপদ দেখাবে।

Thursday, April 14, 2016

ওয়েব পেইজ সংকলন করতে গুগলে ক্রোমে ‘সেভ টু গুগল’ চালু

অনলাইনে কোন ছবি দেখলেই এই এক্সটেনশনটির মাধ্যমে সাথে সাথে তা গোপন স্থানে সেভ করে রাখতে পারবেন ইউজাররা।  ক্রোম ব্রাউজারে ‘সেভ এ্যান্ড রিড ইট লেটার অ্যাপসের মতো ‘সেভ টু গুগল’ নামে একটি নতুন বিকল্প ক্রোম এক্সটেনশন চালু করেছে গুগল। ওএমজি ক্রোমের প্রতিবেদন অনুসারে, অনলাইনে কোন ছবি দেখলেই এই এক্সটেনশনটির মাধ্যমে সাথে সাথে তা গোপন স্থানে সেভ করে রাখতে পারবেন ইউজাররা।

আরো দেখুনঃ গুগলের এডসেন্স একাউন্ট ব্যান হওয়ার আগেই ঢুকে পরুন Safe Zone-এ

Chrome Save To Google Extension Photo Auto Saver
Save To Google
এই ফিচারটি এতোটাই কর্মক্ষম করে তৈরি করা হয়েছে যে কোন ওয়েপেইজ সেন্ট্রাল লোকেশনে সেভ করে রাখতে পারবেন আপনি। তাছাড়া কোন কিছু পছন্দ হলে পরবর্তীতের দেখতে চাইলে সেটি এই এক্সটেনশনটির সাথে ট্যাগ করে রাখতে পারবেন আপনি। ফিচারটি ব্যবহার করতে ব্রাউজারের এক্সটেনশন অ্যাডের স্টার আইকনটিতে ক্নিক করুন, পরবর্তীতের গুগল.কম\সেভ হিসেবে দেখতে পাবেন আপনি।

এক্সটেনশন্টির লিঙ্কঃ https://chrome.google.com/webstore/detail/save-to-google/meoeeoaohbmgbocpdpnjklmfmjjagkkf


Sunday, October 25, 2015

ফেসবুক পেজে এক ক্লিকে সকল ফ্রেন্ডসদের ইনভাইট করুন ।

বর্তমান সময়ে ফেসবুক ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া অনেক মুশকিল ব্যাপার। আমাদের মধ্যে অনেকেই আছে যারা দিনের বেশিরভাগ সময়টাই ফেসবুকে ব্যয় করি। আর বলতে গেলে প্রায় সবারই একাধিক আইডি আছে। ফেসবুক পেজও আছে । যাদের পেজ আছে তাদের নিশ্চই জানা আছে যে ফেসবুক পেজ এ একজন একজন করে ইনভাইট করা কত বিরক্তিকর । আমি যখন প্রথম পেজ খুলি তখন ফেসবুকে ইনভাইট করতে করতেই বিরক্ত হয়ে যেতাম । এরপরে পেজ চালানোই বাদ দিয়ে দেই । কারন পেজে ফ্যান না থাকলে পেজ চালায় মজা নাই । তাহলে আর বেশি কিছু বলছি না। সরাসরি আসল কথায় আসি। কিভাবে আপনি এক ক্লিকে আপনার পেজে সকল ফ্রেন্ডসদের ইনভাইট করবেন  ?


১. প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করুন । অ্যাড্রেস বার এ গিয়ে "chrome://extensions/" লিখে এন্টার চাপুন ।


 
Invite Facebook Friends To Your Page in One Click
২. এরপর আপনি ওপরের চিত্রের মত দেখেতে পাবেন । এখন "Get More Extensions" এ ক্লিল্ক করুন ।



ফেসবুক পেজে এক ক্লিকে সকল ফ্রেন্ডসদের ইনভাইট করুন ।
৩. এরপর সার্চ বক্স এ Invite All Your Facebook Friends PRO লিখে সার্চ করুন ।




ফেসবুক পেজে এক ক্লিকে সকল ফ্রেন্ডসদের ইনভাইট করুন ।
৪. এখন এই এক্সটেনশনটি গুগল ক্রোমে এড করুন । 




Akil Ashraful
৫. এক্সটেনশনটি এড করার পর ফেসবুকে লগিন করুন । 



Invite Facebook Friends To Your Page in One Click
৬. এরপর আপনি যেই পেজে আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে চান সেই পেজে যান ।



Invite Facebook Friends To Your Page in One Click
৭. পেজে গেলে হাতের বাম পাশে দেখবেন Invite Friends To Like This Page লেখা আছে । সেখানে ক্লিক করুন ।



ফেসবুক পেজে এক ক্লিকে সকল ফ্রেন্ডসদের ইনভাইট করুন ।
৮. এমনটা দেখাবে । অ্যাড্রেস বারের একদম ডান পাশে দেখুন লাল দাগ দিয়ে সার্কেল করা একটি আইকন আছে । সেটিতে ক্লিক করুন । 



৯. এরপর স্বয়ংক্রিয়ভাবে আপনার ফ্রেন্ডসরা ইনভাইট হতে থাকবে ।



ফেসবুক পেজে এক ক্লিকে সকল ফ্রেন্ডসদের ইনভাইট করুন ।
১০. ইনভাইট করা শেষ হয়ে গেলে এমনটি দেখতে পাবেন । এরপর Close করে দিন ।

Friday, October 23, 2015

ব্লুস্ট্যাক ছাড়াই ল্যাপটপ/পিসি তে ওয়াটসঅ্যাপ ব্যবহার করুন

অনেকেই অনেক আগের থেকে ল্যাপটপ/পিসি তে ওয়াটসঅ্যাপ ব্যবহার করছেন Blustacks দ্বারা। আবার অনেকে শুনেছেন যে ল্যাপটপ/পিসি তে ওয়াটসঅ্যাপ ব্যাবহার করা যায় । কিন্তু কখনও তারা চালান নি । যারা Blustacks দ্বারা ল্যাপটপ/পিসি তে ওয়াটসঅ্যাপ ব্যবহার করেছেন তারা তো নিশ্চই জানেন যে Blustacks দ্বারা ওয়াটসঅ্যাপ চালানোর জন্য কত ঝামেলা পোহাতে হয় । আমি ও চালিয়েছিলাম । কিন্তু ওইভাবে চালাতে চালাতে বিরক্ত হয়ে যাবার কারনে কয়েকদিনের পরেই চালানো বাদ দিয়ে দেই । Blustacks দিয়ে ওয়াটসঅ্যাপ চালানোর জন্য যে পরিমান এমবি খরচ করেছিলাম, তা দিয়ে ২টা মুভি ডাউনলোড করতে পারতাম । তার কিছুদিন পরই অন্যভাবে চালানো শুরু করলাম । আজ তা আপনাদের সাথে শেয়ার করবো । এইভাবে চালানোর জন্য আপনার "গুগল ক্রোম " ব্রাউজারটি দরকার হবে । যাদের নেই  তারা ডাউনলোড করে ইন্সটল করে নিন ।

এবার নিচের লিঙ্কটি কপি করুন ।

https://chrome.google.com/webstore/detail/whatsapp-messenger/jbdenakghoccpkjaboikhbinhmopiiio?hl=en-GB

এরপর গুগল ক্রোম ওপেন  করে অ্যাড্রেস বার এ গিয়ে লিঙ্কটি পেস্ট করুন ।


Chrome Extension Use Whatsapp on PC without Bluestacks
এমনটা দেখাবে । এবার "ADD TO CHROME" এ ক্লিক করেন ।




এবার "ADD EXTENSION" এ ক্লিক করেন ।




ব্লুস্ট্যাক ছাড়াই ল্যাপটপ/পিসি তে ওয়াটসঅ্যাপ ব্যবহার করুন
এখন ওয়াটসঅ্যাপ ওপেন হবে । এমন একটা পেজ আসবে ।




ব্লুস্ট্যাক ছাড়াই ল্যাপটপ/পিসি তে ওয়াটসঅ্যাপ ব্যবহার করুন
এবার মোবাইল দিয়ে ওয়াটসঅ্যাপ এ ঢুকুন । মেনুতে গিয়ে "WhatsApp Web" এ ক্লিক করুন ।




Use Whatsapp On PC Without Bluestacks
এবার কোডটি উপরের মত করে স্ক্যান করুন ।

কাজ শেষ । এবার আরামসে ওয়াটসঅ্যাপ চালাতে থাকুন ।




Use Whatsapp on PC without Bluestacks

ওয়াটসঅ্যাপ ক্লোজ করে দিলে আবার ওপেন করার জন্য ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে । এরপর অ্যাড্রেস বার এর পাশে একটি ওয়াটসঅ্যাপ আইকন পাবেন । সেটিতে ক্লিক করলেই ওয়াটসঅ্যাপ আবার ওপেন হবে ।


অনেকেরই আমার কথাগুলো বুঝতে সমস্যা হতে পারে । তাদের জন্য আমি নিচে আমারই একটি টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিচ্ছি ।


১৭০০০ মার্কিন ডলারের ও বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল অ্যান্ড্রয়েড স্মার্টফোন ।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসরযুক্ত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সোলারিন স্মার্টফোনটিতে ওয়াই-ফাই সংযোগসহ আছে ২৩.৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।...

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top