Showing posts with label অ্যান্ড্রয়েড. Show all posts
Showing posts with label অ্যান্ড্রয়েড. Show all posts

Saturday, November 21, 2015

আসছে ফিঙ্গারপ্রিন্ট রিডারসহ পেপসি ফোন পি১

কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে পেপসি’র পরিচিত বিশ্বজুড়ে। তাদের আছে ডায়েট পেপসি, পেপসি সহ নানান জাতীয় সুস্বাদু পানীয়। সেই পেপসি এখন পানীয়ের পাশাপাশি মোবাইল ফোন তৈরি করতে চলেছে- হাওয়ায় ভেসে এমন গুজব বেশ আগেই আমাদের কানে পৌঁছেছিল। তবে খবরটি এখন আর গুজব নেই, সত্যি সত্যিই পেপসি একটি মধ্য-মানের স্মার্টফোন তৈরি করেছে। আর সেই ফোন সেটটির পিছনে সুস্পষ্ট ভাবে পেপসির লোগোটি জ্বলজ্বল করছে। 

সেনঝেন স্কুবি কমিউনিকেশন ইক্যুইপমেন্ট’ই বানিয়েছে এ ফোন। এর আছে অ্যালুমিনিয়াম বডি। এতে আছে ২.৫ডি গ্লাসে তৈরি ১০৮০ পিক্সেলের ৫.৫ ইঞ্চি স্ক্রিন ও একটি অক্টা-কোর এমটি৬৫৯২ চিপসেট। অ্যানড্রয়েড ৫.১ ললিপপ ভিত্তিক ডিডো ওএস নামের সফটওয়্যার ব্যবহার করা হয়েছে এই সেটে। এর সামনে ও পেছনে যুক্ত হয়েছে যথাক্রমে ৫ ও ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। পেছনের ক্যামেরাটির পাশে যুক্ত হয়েছে ব্যবহারকারীর তথ্য নিরাপত্তা নিশ্চিতকারী ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সেটটিতে শক্তি যোগাবে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের একটি ব্যাটারী ।

পেপসি ফোন পি১ এতে এলটিই সংযোগসহ ডুয়েল সিম ব্যবহারের সুযোগ থাকবে। চায়না ইউনিকমের জন্যে এফডিডি-এলটিই সংযোগে পি১ এর একটি বিশেষ সংস্করণ তৈরি হয়েছে। মাইক্রোএসডি স্লটের মাধ্যমে দ্বিতীয় সিমটি যে কোন সময়ে হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে।

পি১ যখন বাজারে আসবে তখন এর সাথে থাকবে একটি চার্জার, একটি ক্যাবল ও একটি বিশেষ সুরক্ষা কেস। তবে এখনই ফোনটি হাতে পেতে চাইলে jd.com গিয়ে অর্ডার করতে হবে। এ জন্য আপনাকে মূল্য পরিশোধ করতে হবে ৬৯৯ সিএনওয়াই বা ১১০ ডলার বা ১০০ ইউরো। পেপসি ফোন পি১ কেনার এ সুযোগটি থাকবে শুধুমাত্র প্রথম ১০০০ সেটের জন্যে। শুরুতেই সীমিত সংখ্যক সৌভাগ্যবান ক্রেতার জন্যে ফোনটি মাত্র ৪৯৯ সিএনওয়াই-এতে দেয়া হয়েছিল। 

Friday, September 11, 2015

ডাউনলোড করে নিন হোয়াটসঅ্যাপ প্লাসের সর্বশেষ ভার্সন v2.12.250

হোয়াটসঅ্যাপ প্লাসের সর্বশেষ ভার্সন v2.12.250 নিয়ে আজ আমার এই টিউন।
অ্যান্ড্রয়েড অ্যাপ হোয়াটসঅ্যাপ প্লাসে বাড়তি কিছু সুবিধা যোগ করায় হোয়াটসঅ্যাপের চেয়ে দিন দিন হোয়াটসঅ্যাপ প্লাসের জনপ্রিয়তা বেড়েই চলেছে।

ডাউনলোড করে নিন হোয়াটসঅ্যাপ প্লাসের সর্বশেষ ভার্সন v2.12.250
 Latest Version of Whatsapp+



চলুন আগে এক নজরে দেখি নিই,
নতুন ভার্সনে যা যা থাকছেঃ
* ইমেজ sending সমস্যাটি এই ভার্সনে আর হবে না।
* এর মাধ্য আপনি ভয়েজ নোট করতে পারবেন।
* নতুন ডিজাইন আপডেট।
* নতুন conversation এর সমস্যাটি এই ভার্সনে আর হবে না।
* মেসেজ সম্প্রচার নতুন নাম যোগ সংশোধন করা হয়েছে।
* হ্যাং হবে না।
* Gallery থেকে ভিডিও শেয়ারিং করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ প্লাসঃ


Thursday, September 10, 2015

আপনার এন্ড্রয়েড স্লো+ল্যাগি+চার্জ সমস্যা? সমাধান করুন নিজেই, কোনো সফটওয়্যার ছাড়াইঃ ১০টি কৌশলে

আমদের মাঝে এখন এন্ড্রয়েড ইউজার এর সংখ্যা এখন অনেক অনেক বেশী। প্রয়োজনের সব ধরনের সফটওয়্যার সহযে এবং একখানে পাওয়া যায় বলেই হয়তো এর ইউজার এখন অনেক বেশী। কিন্তু এন্ড্রয়েড এর অন্যতম প্রধান সমস্যা হলো যত দিন পার হয় ততই স্লো হয়ে যায় আর চার্জ সমস্যা তো আছেই। সমাধান হিসেবে ফ্যাক্টরী রিসেট বেছে নেন অনেকেই। আবার ফেসবুক বা চটকদার কিছু বিজ্ঞাপন দেখে অনেকেই অনেক এপ্প নামিয়ে নেন, সুফলের আশায়। কিন্তু কিসের লাভ কোথায়, অনেক সময় দেখা যায় অই বড় বড় সফটওয়্যার গুলো উলটো র‍্যাম এর অনেক যায়গা দখল করে নিয়েছে। তাই আজ কিছু সহয সমাধান নিয়ে এসেছি আপনাদের জন্য। অনেকেই জানেন আবার অনেকেই হয়তো জানেন না। সব মিলিয়ে সবার জন্য কিছু টিপস। নিচ থেকে মিলিয়ে নিন কোনটি আপনি জানেন আর কোনটি নতুন আপনার জন্য।

০১. প্রথমেই বলবো শেয়ার ইট এপের কথা। এই এপ্প টি নেই এমন এন্ড্রয়েড সেট অনেক কম পাওয়া যাবে। এটা সমস্যা নয়। সমস্যা হলো এটির জন্য আপনার সেটে ওয়াইফাই হটস্পট চালু হয়। তাই যতো তাড়াতাড়ি সম্ভব কাজ সারুন। এতে আপনার চার্জ বেচে যাবে অনেকটা। অনেক সেট এ অটো বন্ধ হয় হটস্পট আবার অনেক সেটে বন্ধ হয় না। তাই আপনার সেট অনুযায়ী মনে করে ওয়াইফাই হটস্পট বন্ধ করুন আর সাশ্রয় করুন আপনার চার্জ। আর একটা কথা, আপনার ডাটা চালু থাকলে আর ওপেন হটস্পট চালু থাকলে অটো কানেক্ট করে আপনার সীমিত কেনা ডাটা আপনার অজান্তে অন্যরা ব্যবহার করতে পারে। তাই সাবধান।



০২. শেয়ার ইট নিয়ে আরো একটি কথা। এতে আপনার সেট এ অটো ওয়াইফাই চালু হবে, মনে করে এটিও বন্ধ করুন আর সুরক্ষিত থাকুন।



০৩. অনেকের সেট এ ইন্টারনাল স্টোরেজ কম থাকে। তাই সেটিং থেকে ডিফল্ট ইনস্টল লোকেশন দেখিয়ে দিন এসডি কার্ড। এতে আপনার সেটে যেমন ইন্টারনাল স্টোরেজ কিছু হলেও ফাকা হবে তেমনি সেট ও স্পিডি হবে।



০৪. ইন্টারনাল স্টোরেজ কম দেখিয়ে প্ল্র স্টোর থেকে এপ ইনস্টল নিচ্ছে না? সমস্যা নেই। আপনার কাংখিত এপটির নাম লিখে পাশে apk জড়িয়ে দিয়ে সার্চ দেন আর পেয়ে যাবেন আপনার কাংখিত এপ্পটির ডাউনলোড মিরর।নামিয়ে নিন এসডি কার্ডে আর ইনস্টল করুন এসডি কার্ড থেকে। এছাড়া কিছু ট্রাস্টেড সাইট রাখতে পারেন আপনার বুকমার্কে। যেমনঃ apk4fun, apkpure ইত্যাদি আর প্রয়োজনীয় এপ্প স্টোর করুন।



০৫. প্লে স্টোর থেকে না নিয়ে পারলে অন্য মিরর থেকে নামিয়ে নিন আপনার কাংখিত এপ্প। কারন কোনো কারনে আপনাকে সেট ফ্যাক্টরী রিসেট দিতে হলে আবার নতুন করে ডাটা খরচ করে সকল এপ্প নামাতে হবে। কিন্তু আপনি এসডি কার্ডে স্টোর করলে আর এই বাড়তি ডাটা খরচ করতে হবে না।



০৬. ইন্টারনাল স্টোরেজ কম থাকার কারনে অনেকেই অনেক এপ্প ব্যবহার করতে পারেন না আবার প্রয়োজনটা অনেক বেশী হয়ে দাঁড়ায় কখনো। যেমন অফিস এপ্লিকেশন, পিডিএফ রিডার সবসময় কাজে লাগে না, কিন্তু প্রয়োজন কম নয় কিনতু। তাই এটি এসডি কার্ডে স্টোর করুন। কাজ শেষে আনইনস্টল করে দিন আর প্রয়োজনে ইনস্টল করে নিন।আপনার প্রয়োজন ও মিটলো আর র‍্যাম বা স্টরেজ এর চাপ ও থাকলো কম।



০৭.ডিইউ মিটার বা ব্যাটারী সেভার ইত্যাদি এপ্প গুলো ব্যবহারের পক্ষপাতি আমি না। কারন এই কাজগুলো আমি নিজেই করতে পারি। কিছু জিনিস লক্ষ্য করুন। আপনি মনে করে আপনার সেটের ব্রাইটনেস ঠিক রাখুন। এতে আপনার চার্জ অনেকটা বেচে যাবে।যেমনঃ বাইরে গেলে ব্রাইটনেস বেশী লাগে আবার বাসায় বা ঘরে কম ব্রাইটনেস থাকলেই চলে। তাই নিজের প্রয়োজন মত ঠিক করুন। ব্যাটারীর পাওয়ার কম থাকলে সবসময় ডাটা অন রাখবেন না, প্রয়োজনে ব্যবহার করুন। ওয়াইফাই ব্যবহার প্রচুর চার্জ ব্যয় করে। তাই একবার ভেবে নেবেন।



০৮. প্রয়জনের অতিরিক্ত এপ্প সেটে না রাখাই ভালো। চেক করে নিন একবার কোনগুল আপনার সবসময় প্রোয়োজন। অন্যথা এপ্প রাখবেন না। এতে আপনার র‍্যাম খরচ হবে, ইন্টারনাল স্টোরেজ কমে যাবে আর সর্বোপরি আপনার সেট স্লো হয়ে যাবে। দেখে সিদ্ধান্ত নিন কোনগুল রাখবেন।

০৯. নেট ব্রাউজিং এর সময় অনেক এপ্প অটো ডাউনলোড হয়ে যায়, যেগুলো কাজের নয়। চেক করে আনইনস্টল করে নিন।



১০. ইন্টারনেট স্পীড মিটার, লাইভ ওয়ালপেপার, লঞ্চার ইত্যাদি এপ্প গুলো পারলে পরিহার করুন। এগুলো মাত্রাতিরিক্ত চার্জ খায় আর র‍্যামের বারোটা বাজায়।



কিছু কথাঃ



আমাদের দেশে এখনো ২৫৬ বা ৫১২ এম্বি এর র‍্যামের ফোন ইউজার অনেক। যারা ইচ্ছা করলেও অনেক এপ্প ব্যবহার করতে পারেন না। তারা কৌশলগুলো কাজে লাগাতে পারেন।
  • অনেকেরই সেটে ১৩০০-১৮০০ mAh এর ব্যাটারী আছে। তাই নিজেই একটু কেয়ার করেন, অতিরিক্ত সফটওয়্যার ব্যবহার না করে।
  • আর সেট কেনার সময় আপনার বাজেটের সাথে মিলিয়ে কোর, ব্যাটারী, স্ক্রীণ ও র‍্যাম অনুযায়ী সেট নিন।
  • পারলে আপনার প্লেস্টোর সার্ভিস এর আপডেট আনইনস্টল করে নিন কিনতি সার্ভিস আনইনস্টল করবেন না।
  • মনে রাখবেন, ব্রান্ডের কপি সেট ব্যবহারের থেকে মনে হয় চায়না ব্রান্ড অনেক ভাল হয়।
  • ব্যাটারী কম, ট্রাভেলে বাইরে যাবেন, চিন্তিত? ছোটখাটো দেখে ২৬০০-৫০০০ mAh এর একটা পাওয়ার ব্যাংক সাথে রাখতে পারেন।
  • যদি ইউটিব ভিডিও না দেখেন, মেইল ব্যবহার না করেন বা সেটের প্রি ইনস্টল কোনো এপ্প ব্যবহার না করেন তবে আনইনস্টল করতে না পারলে ডিসএবল করে নিন, এতে র‍্যামের উপর অতিরিক্ত চাপ কমে যাবে।
  • এডভান্সড ইউজার না হলে প্লিজ সেট রুট করবেন না ।
  • যদি কম র‍্যামের ফোন এ মোটামুটি গেম খেলার সময় ল্যাগ করে অর্থাৎ আটকে আটকে যায় তাহলে আপনি গেম বুস্টার সফটওয়্যার ব্যবহার করতে পারেন। আমি cm game booster সফটয়্যার টি ব্যবহার করি। এটি আপনার গেম খেলার সময় অন্য সফটওয়্যার এর একটিভিটি কমিয়ে আপনার গেম এর জন্য র‍্যাম ফাকা করে স্পিড এনে দেবে। 


অনেক কথা লিখলাম, লম্বা (অনেকটা পুরাতন)প্যাচাল পড়ার জন্য ধন্যবাদ। আপনার কোনো অভিযোগ, অনুযোগ, পরামর্শ থাকলে তা জানাতে টামেন্ট করতে ভুলবেন না কিন্তু কারন এগুলো আমার নিজস্ব মতামত এবং অভিজ্ঞতার ফসল। ভালো থাকবেন।

Sunday, September 6, 2015

সব চেয়ে সহজ উপায়ে Root করুন এনি Android ফোন without PC ইন জাস্ট ফিউ ক্লিক ।

আপনি কি আপনার ANDROID ফোন রুট করতে চান কিন্থু পারছেন না pc থেকে?তাহলে একন পারবেন easily .আর যাদের ফোন রুট করা আসে তাদের ও দরকার এই এপপ ফর ফিউচার।সো সব গুলা এপপ ডাউনলোড করে সংগ্রহে রেখে দিন কাজে দিবে ১০০% নিশ্চিত।প্রথমে সব গুলা এপপ ডাউনলোড করে নিন,তার পরে try করুন,একটাতে না হলে অন্য টা হবে।আপনাকে কিসুই করতে হবে না,জাস্ট এপপ ইনস্টল করুন আর ইন্সট্রাকশন ফলো করুন।তাহলে খুব সহজে আপনার Android ফোন রুট হয়ে যাবে।এখন নিচ থেকে দেখে নিন এপপ গুলা আর ডাউনলোড করা শুরু করুন। you can root or unroot your android phone!

-রুট করার পরে must SuperSu ইনস্টল করবেন।SuperSu প্রো  করে দিলাম.





KINGROOT – One click root tool.

ইংলিশ ভার্সন এন্ড Ad ফ্রি.অলমোস্ট সব মোবাইল সাপোর্ট করে.

KingRoot is one of the most famous root tool in China and now release English version here for everyone, totally free and without AD.



 FRAMAROOT – Root almost all devices.

Now you can root your android device without PC, just use framaroot. You can install Superuser and su binary on phone or tablet from android version 2.x to 4.x.



iRoot BEST EVER



Special:-৯০% ফোন রুট করতে .পারে এন্ড 150,000 divce রুট করতে পারে।

iRoot has the advanced android root engine and secure android root technique make the success rate more than 90%.

Now more than 150,000 devices from Android OS 2.2 to 4.4 are supported by iRoot. This number is still growing.



 How to Install And Root ? (For all Apps)

Download the apks and install.
Open.
Do any one from below. Click root..
Done, Enjoy your rooted device.


Download




SuperUser Pro


#Uninstall Any Previously Installed SuperUser / SuperUserElite

ডাউনলোড করার পরে ওপেন করুন।
দুইটা ফাইল পাবেন
প্রথমে Superuser pro install করুন
এখন Superuser ইনস্টল করুন
done..enjoy

Install The Given SuperUser pro 1st
now Install SuperUser 3.1.3
You’re Done ! :)




আপনার রুটেড ফোনকে আনরুট করুন কোন ঝামেলা ছাড়াই,একদম সহজ ও নিরাপদে!!!!!

কোন কিছুর নামেই যেমন তার পরিচয় তেমনি পোস্টের হেডিং পড়েই আপনারা বুঝে গেছেন আজ আমাদের আলোচনার টপিক কি tongue emoticon ,,আজ আমরা দেখাবো কিভাবে Build.prop দিয়ে সহজেই আপনার রুটেড ফোন কে আনরুট করবেন,যদিও এর চেয়ে সহজ ভাবেই আপনি আনরুট করতে পারেন কিন্তু এটি আপনার শেখার পালক কে বৃদ্ধি করবে।

প্রথমেই যেকোন ফাইল ম্যানেজার এ যান যেটা দিয়ে রুট ব্রাউজ করা যায়,যেমন ES File Explorer বা Root Explorer বা Mi Xplorer.আমি এখানে Root Explorer দিয়ে দেখাবো।
Root Xplorer ওপেন করে Mount R/w তে ক্লিক করুন,রুট পারমিশন চাইলে গ্রান্ট দিন।


UNROOT YOUR ROOTED PHONE WITHOUT ANY PROBLEM



এবার নিচের দিকে ‎System‬ ফোল্ডারে প্রবেশ করুন।

UNROOT YOUR ROOTED PHONE WITHOUT ANY PROBLEM



এখানে অনেক ফোল্ডারের মাঝ থেকে একদম নিচের Xbin ফোল্ডারে প্রবেশ করুন।


UNROOT YOUR ROOTED PHONE WITHOUT ANY PROBLEM


এবার এই ফোল্ডারের একদম নিচে থেকে ‪‎Su‬ ফাইল টা ডিলেট করে দিন আর সেট Reboot দিন।এবার আপনার সেট টি আনরুট হয়ে গেছে।ভালভাবে বুঝতে এটাচ পিক গুলো দেখুন।


Monday, August 31, 2015

একটি মোবাইলে ২ টি Whatsapp ব্যবহার করুন !

বর্তমান  ইন্টারনেট জগতে ফেসবুকের পাশা পাশি Whatsapp ও একটি জনপ্রিয় Mesengar,আর এটি এখন শুধু ম্যাসেজই নয়, কল ও করা যায়  Whatsapp সম্পর্কে আমার চেয়ে ভাল আপনারা বুঝতে পারবেন এখন কথা হল,  Whatsapp একটি? এবং ইহা শুধু একটি মোবাইলে ইউজ কর যায় ! তো আমরা কিভাবে একটি মোবাইলে ২টি Whatsapp নাম্বার ইউজ করব ?


প্রথমে এখান থেকে  GBWhastapp এপস টা  ডাউনলোড করুন। এখন এটা সধারন ভাবে ইন্সটল করুন,
তারপর এই রকম দেখতে পাবেন ।




 এখন Agree and Continue তে ক্লিক করুন ।




তারপর এই রকম বক্স দেখতে পাবেন  এখন Country এর যায়গায় বাংলাদেশ দেন এবং মোবাইল নাম্বার এর যায়গায় আপনার অন্য মোবাইল নাম্বার দেন (যেটা দিয়ে ২য় whatsapp ইউজ করবেন), এখন OK তে কিল্ক করুন তারপর,  Connetion লোড হবে ! তারপর কনফার্ম কোড এর জন্য লোডিং হবে ।



এখানে ২-৩ মিনট অপেক্ষা করতে হবে ।




 এখন আপনার নাম দিয়ে Next এ ক্লিক করুন। এবং Whatsapp ইউজ করতে থাকুন ! 

Sunday, August 30, 2015

ইনকামিং কল বন্ধ রাখুন ।

মনে করেন আপনি কোন একটা জরুরি মিটিং এ আছেন, মোবাইল চালু রাখতে চাচ্ছেন কারণ সময় দেখা লাগতে পারে আবার প্রয়োজনে কলও করা লাগতে পারে।
কিন্তু আপনি চাচ্ছেন কোন কল যেন আপনার না আসুক এবং কোন এসএমএস না আসুক এরকম একটা ব্যবস্থা করে রাখতে:
এটা খুবই সহজ একটা ব্যাপার।
ইনকামিং কল বন্ধ রাখতে ডায়াল করুন *35*0000#
ইনকামিং কল চালু করতে ডায়াল করুন #35*0000#
এসএমএস বন্ধ রাখতে:- *35*0000*16#
এসএমএস চালু করতে #35*0000*16#
এখানে 0000 হচ্ছে পাসওয়ার্ড। এটা গ্রামীণফোনের কমন একটা পাসওয়ার্ড।
অন্য অপারেটরদের জন্য কাস্টমার কেয়ারে যোগাযোগ করে জেনে নিতে হবে।
একইভাবে আউটগোয়িং কলও বন্ধ রাখা যায়:- বন্ধ করতে *33*0000#
চালু করতে # 33*0000#
আপনি ইচ্ছে করলে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন যেকোন সময়। আর উপরের সবকিছুই করতে পারবেন টাকা খরচ না করেই।

Sunday, August 9, 2015

মোবাইল ফোনের ব্যাটারি রক্ষায় ২০টি জটিল টিপ্স।

১) নতুন মোবাইল
কিনে কম
পক্ষে ৮-১০ ঘন্টা চার্জ দিন।
২) খুব বেশী দরকার না হলে ভাইব্রেশন
ব্যবহার করবেন না।
ভাইব্রেশনের কারণে দ্রুত
চার্জ ফুরায়। ৩) ব্যাটারীর
সম্পূর্ণ চার্জ
শেষ হয়ে গেলে চার্জ দিন। ৪) ফুল চার্জ
না হওয়া পর্যন্ত মোবাইল চার্জ দিন। ৫)
মোবাইলের ব্রাইটনেস
কমিয়ে রাখুন। ৬) অতিরিক্ত
চার্জ
ব্যাটারীরর জন্য ক্ষতিকর। ৭) সব সময়
সেটের অরিজিনাল চার্জার ব্যবহার করুন। ৮) খুব
বেশী দরকার
না হলে ফোন রির্স্টাট করবেন
না। ৯) অকারণে ব্লু-টুথ অন
করে রাখবেন না। ১০) নেটওয়ার্ক সিগন্যাল
বারবার সার্চ করলেও বেশি ব্যাটারি ক্ষয়।
সুতরাং এটি থেকে বিরত
থাকুন। ১১)
ঠাণ্ডা স্থানে মোবাইল ফোন রাখুন। অর্থাৎ
স্বাভাবিক
তাপমাত্রায়। বেশি গরম স্থানে মোবাইল ফোন
রাখবে না।
আমি একটা আইপিএস-এর ওপর
ব্যাটারি রেখেছিলাম।
পরে আমার ফোনের
১৩টা বাজছে। ১২) চার্জ থেকে খুলার জন্য
আগে সকেট থেকে চার্জার
খুলবেন তারপর মোবাইলের কেব্ল
খুলবেন । ১৩) চার্জের সময়
মোবাইল অফ
রাখা ভাল ( বিশেষ করে নতুন মোবাইলের জন্য ) । ১৪)
ব্যাটারির আয়ু ১৫-৩০% থাকলে চার্জ দিবেন
এর আগেও
না পরেও না । ১৫) লম্বা সময়
ধরে চার্জার
লাগিয়ে রাখবেন না । আমারা অনেকেই
রাতে ঘুমানোর সময় চার্জে দিয়ে ঘুমাই,
এতে করে ফুল চার্জ হওয়ার
পরও অনেক্ষন চার্জার
কানেক্ট
থাকে । এ অভ্যাস ত্যাগ করুন, না হলে ব্যাটারীর ক্ষতি হবে । ১৬) WiFi,
Location
Services,
Bluetooth, কানেকশন
মোবাইল নেট কানেকশন
থেকে বেশী ব্যাটারি ব্যবহার হয় যদিও WiFi, Location Services,
Bluetooth,
কানেকশন অনেক যায়গায়
সহজে ও বিনা পয়সায় ব্যবহার
করা যায়। তাই নেহাত
প্রয়োজন না হলে WiFi, Location Services, Bluetooth, কানেকশন
বন্ধ করে রাখুন তাতে আপনার
ব্যটারির লাইভ সেইভ হবে।
১৭) Wall paper যদি animated
বা motion
ওরিয়েন্টেড হয় তাহলে তা ডিজেবল করে রাখুন। ১৮) বিভিন্ন
ব্যাটারি সাপোর্টেড
ইউটিলিটি সফটওয়্যার
ফ্রি পাওয়া যায় তা ব্যবহার
করতে পারেন। ১৯) ডেইলি মেইলে প্রকাশিত
এক রিপোর্টে জানা যায়, বিশেষজ্ঞদের মতে,
স্মার্টফোনের ব্যাটারি ১০০%
পর্যন্ত
চার্জ করা ঠিক নয়! বরং এর চার্জ সব সময়
৪০-৫০% এর
উপরে রাখার পরামর্শ দেয়া হয়েছে। অর্থাৎ, আপনার
ফোনের
ব্যাটারির চার্জ সবসময়
৪০-৮০ শতাংশের মধ্যে রাখলে সেটাই তার
পারফর্মেন্সের জন্য সর্বোত্তম
হবে। এমনকি ওয়্যারলেস চার্জিং এড়িয়ে চলার
পরামর্শও
দেয়া আছে এতে। ২০) আর সবার
শেষে বলতে চাই, কথা কম
বলুন। এতে টাকাও
বাঁচবে। ব্যাটারির আয়ুও বাড়বে।

Wednesday, July 22, 2015

Unfortunatrly play has stopped… এই সমস্যার সমাধান নিয়ে নিন

প্রথমে নর্মাল স্টেপ, (এইটা মূলত Unroot ইউজারদের জন্য)
প্রথমে সেটিং এ যান তার পর অ্যাপ এ গিয়ে জিমেইল সিলেক্ট করে ডাটা ক্লিয়ার করেন তার পর Force Stop করেন।
এইভাবেই প্লে- স্টোর এর ডাটা ক্লিয়ার ও Force stop করেন। ব্যাস কাজ শেষ এইবার প্লে – স্টোর ওপেন করেন।
এতেও যদি কাজ না হয় তবে, (only root user)
নিচের থেকে রুট ব্রাউজার ডাউনলোড করে নিন
-->

এরপর ইন্সটল দিন। এরপরের কাজ গুলা খুবি সতর্কতা সহিত করবেন।
রুট ব্রাউজার ওপেন করুন। সুপার সু পারমিশন চাইলে Grant করুন।
system>etc>host নামের ফাইল টা ডিলিট করুন।
কাজ শেষ এইবার প্লে- স্টোর ব্যাবহার করতে পারবেন ।
কোন সমস্যা হলে জানাবেন ।

বিঃদ্রঃ host ছাড়া অন্য কোন ফাইল ডিলিট করবেন না। করলেও নিজ দায়িত্বে করবেন। যদি অন্য ফাইল ডিলিট করে কোন সমস্যা হয় তার জন্য এন্ড্রয়েড সমগ্র দায়ী থাকবে না।

Sunday, June 21, 2015

আপনার মোবাইল এ ফ্রি রিচার্জ করুন

আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অ্যাপ দিয়ে আপনি আপনার মোবাইল রিচার্জ করবেন। প্রথমত আমি নিজে ও বিশ্বাস করি নি। কিন্তু আজ যখন নিজের মোবাইল এ রিচার্জ করলাম এবং ক্লিক করা মাত্রই Balance Recharged হয়ে গেল, তখন সত্যিই অবাক হয়ে গেলাম।যাই হোক কাজের কথায় আসি।

তারপর যা যা করবেন,
১) আপনার নাম্বার দিয়ে Sign Up করেন।
২) app এ দেখেন কিছু অ্যাপআছে যে গুলা ডাউনলোড করলে আপনি টাকা পাবেন।
৩) ইচ্ছা মত অ্যাপ এ ক্লিক করেন।
৪) get the app এ ক্লিক করেন।
৫) ইউসি অথবা অপেরা select করেন।
৬) ডাউনলোড শেষ হলে সাথে সাথে Play store থেকে অ্যাপ টা অপেন করে ৩০সেকেন্ড অপেক্ষা করেন।
৭) এরপর account এ টাকা অ্যাড হয়ে যাবে।

৮) এছাড়া ও প্রতি রেফারেন্সে পাবেন ৭৫ টাকা।

৯) ৫০ টাকা হলে রিচার্জ করতে পারবেন।

Saturday, June 6, 2015

আপনার ব্যাটারি কি আগের মত চার্জ ধরে রাখতে পারে না ? তাহলে দেখে নিন ব্যটারিকে আগের মত চার্জ ধরে রাখতে আপনার করনীয়।

প্রথমেই বলে নিচ্ছি ট্রিকবিডিতে এই বিষয়ে পোস্ট আগেই করা হয়েসে। তবে যাদের চোখে বাধেনি তাদের জন্য আবার করলাম। সাধারণত ব্যাটারীর চার্জ ১০০% থেকেশেষ করতে করতে ০% এ এনে তারপরএকটানা চার্জে দিয়ে ১০০% করাকেব্যাটারীক্যালিব্রেশন বলে।…তবে এন্ড্রয়েডেরক্ষেত্রে ব্যাপারটা সামান্য ভিন্ন।এন্ড্রয়েডসিস্টেমে ‘Battery Stats’ নামে একটা ফাইলথাকে সেটা ব্যাটারির বর্তমান অবস্থা সহযাবতীয় তথ্য রাখে। কিন্তু এই ফাইলটাকরাপ্টেড হয়ে গেলে হঠাৎ করেব্যাটারিরচার্জ কমে যায় (যেমনঃ ৪০% থেকে ঠুসকরে ১২% এ) অথবা ০% এ আসার আগেইবন্ধ হয়ে যায়। যে উপায়ে এই করাপ্টেডফাইলের তথ্যগুলো ঠিক করা হয় তাকেব্যাটারি ক্যালিব্রেশন বলে।কখন করবেন?কিছু না হলেও ব্যাটারি দুই মাস পর পরক্যালিব্রেশন করানো উচিত, এটাম্যানুফ্যাচারারেরাই বলে, এটামোবাইলের ব্যাটারি হোক কিংবাল্যাপটপেরব্যাটারী। তবে রম ফ্ল্যাশ দেয়ার পরেএটিকরা জরুরি।কিভাবে করবেন?ননরুটেড এন্ড্রয়েডের ক্ষেত্রেঃমোবাইল সম্পূর্ণ চার্জ করে নিন।চার্জার খুলে ফেলুন এবং চার্জ ০% নাহওয়াপর্যন্ত ব্যবহার করতে থাকুন।মোবাইল বন্ধ হয়ে গেলে চার্জারকানেক্ট করুন এবং এক টানা চার্জ দিয়ে১০০%করুন।ফোন অন করুন এবং কাজশেষ…ক্যালিব্রেশন সম্পন্ন!!!রুটেড এন্ড্রয়েডের ক্ষেত্রেঃবাংলালিংকের ইউজাররা একটুু বেশিপেলেওরুটেড ইউজাররা অনেক বেশিই পায় :-D1. Battery Calibration নামের এপ টা নামান ।


Friday, June 5, 2015

নিয়ে নিন সেল ফোন লোকেসন ট্রেকার। আর ট্রাক করুন যখন তখন। Android মোবাইলের জন্য।

আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই? আশা করি ভালো। অনেকদিন পর লিখতে বসলাম। আমি আবার নতুন কুন কিছু পেলে সবার সাথে শেয়ার না করলে ভালো লাগেনা। আজ আমি একটি এন্ড্রয়েড এপ পেলাম এবং ব্যবহার করে ভালো লাগল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এরকম এপ আপনারা এর আগে-ও ব্যবহার করেছেন আমিও ব্যবহার করেছি তবে এটা নতুন। যাই হোক কাজের কথায় আসি।
আজ আমি আপনাদের সাথে এমন একটি এপ শেয়ার করব যা আপনাদেরকে অবশ্যই চমকে দেবে। এই এপটি দিয়ে আপনি ম্যাপের মাধ্যমে এটা জানতে পারবেন যে আপনার কাংক্ষিত মোবাইল নাম্বারটি এখন কোথায় আছে। আশা করি বুঝতেই পেরেছেন এটা কি ধরণের এপ। তবে একটা কথা মাথায় রাখবেন এই এপটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনার ফোনে অবশ্যই Google Play services নামে এপটি থাকতে হবে তা নাহলে এই এপ কাজ করবে না।
আসুন জেনে নেই Softwareটি সম্পর্কে কিছু কথা।
*এপটি ব্যবহার করতে হলে আপনার ফোনে অবশ্যই Google Play servicesএপটি থাকতে হবে।
*এই এপটি ওপেন করলে কয়েকটি অপশন পাবেন যেগুলা দেখলেই বুঝতে পারবেন যে এটা দিয়ে কিভাবে এবং কি কি কাজ করা যায়। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে টিউমেন্ট করে জানাবেন।
Software Name:Cell Phone Location Tracker.Apk
Google Play Service প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে এখানে যান।
Cell Phone Location Tracker Softwareটি ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে
Click to Download
আশা করি এপটি সবার ভালো লাগবে। আর সবার উপকারে আসবে। সবাই এটা ব্যবহার করে ভালো মজা পাবেন আশা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি মাঝে মাঝে লিখতে পারি। আর আপনাদের কাছে যদি ভালো কিছু থাকে শেয়ার করবেন যাতে আমাদের কাজে আসে। ধন্যবাদ

Monday, June 1, 2015

এবার Share করুন আপনার Broadband Internet আপনার Android ফোনে (UnRoot User/Without Software)

আমরা অনেকেই মোবাইল এর ইন্টারনেট পিসি তে ব্যবহার করি পিসি Suite দিয়ে। কিন্তু পিসি র ইন্টারনেট মোবাইল এ খুব কম ই USE করা যায়। Android ফোনে USB Internet নামক একটি অপশন আছে কিন্তু এটি কানেক্ট হয় না।
এই পোস্ট পড়ার পর থাকে আপনি ও আপনার Android ফোনে পিসি র ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আর জন্য আপনার কোনও সফটওয়্যার কিংবা রুট করার দরকার পরবে না।  শুধু আপনার ফোনের ডাটা কেবলটিই যথেষ্ট।
চলুন প্রথমে কিছু কাজ করা যাক।

প্রথমে স্টার্ট মেনু তে Search অপশন এ Services কথাটি লিখুন।





এবার Services ওপেন করুন।





এবার এখান থেকে Internet Connection Sharing অপশন টি খুজে বের করুন। এটিতে ডাবল ক্লিক করুন।
দেখুন এই রকম একটি টেব ওপেন হয়েছে কিনা ?





এখান দেখুন স্টার্ট আপ অপশন টি Disabled করা। এটি কে Automatic করে দিন।
উপরে দেখুন Recovery বলে একটি ট্যাব আছে, এটিতে ক্লিক করুন।





দেখুন এখানে, Subsequent failures অপশন টি Take no Action করা, এটিকে Restart the Service করে দিন।
এরপর Reset fail count after 4 days দেয়া আছে, এটিকে ০ Days করে দিন।
Restart service after 1 minutes কে 0 minutes করে দিন।
এবার Apply করে বের হয়ে যান।
এখন আপনার এন্ড্রয়েড ফোনটিকে আপনার পিসি এর সাথে কানেক্ট করুন।
আরও কিছু স্ক্রিনশট দিচ্ছি। নিচে দেখুন।





এখান থেকে USB Internet অপশন টি on করুন।
এরপর Networking and Sharing Option এ যান।
এবার Change Adapter Setting এ যেয়ে Local Area Connection এর Properties এর Share এর Allow Other Network
অপশন টি অন করে দিন। Apply করে বের হয়ে যান।

আশা করি, কাজ হয়ে গেছে। কমেন্ট করে জানাবেন সবাই ।

Google play অ্যাপ ডাউনলোড করুন Play Store ছাড়া এবং অতিরিক্ত ডাটা খরচ কমান।

Google Play থেকে ডাউনলোড করার সময় অনেক অতিরিক্ত ডাটা খরচ হয় আবার অনেক সময় একটিভ থাকে না আবার ফোন রুটের কারনে মাঝে মধ্য কাজ করে না।
আপনি Play Store ছাড়াই আপনার Play Store অ্যাপটি ডাউনলোড করতে পারেন। তাহলে শুরু করা যাক।
আপনি Opera Mini ব্যবহার করে আপনার প্রয়োজনীয় অ্যাপটি নাম এবং সাথে Play store লিখে সার্চ দিন। তাহলে Play Store এর অ্যাপটি খুব সহজেই পাওয়া যাবে।
তারপর Play Store লিংক সহ সার্চ রেজাল্টে ক্লক করুন।
তারপর অ্যাপটির Play Store লিংকটি কপি করুন।
তারপর আপনার ফোনের ডিফল্ট ব্রাউজারের (যেমন: Browser, UC browser, Chromo,Firefox) মাধ্যমে apps.evozi.com এ যান। একটি বক্স আছে, বক্সে অ্যাপটির লিংকটি পেস্ট করুন।
তারপর [Generate Download Link] এ ক্লিক করুন।
তারপর [click here to download] ক্লিক করুন,তারপর ডাউনলোড করুন।
তারপর দেখুন আপনার কাঙ্খিত অ্যাপটি ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হলে ইনিস্টল দিয়ে মজা নিন।

এন্ড্রয়েডে ফাইল আদান-প্রদান করুন Share It এর চেয়ে তিনগুন বেশি স্পিডে

এক স্মার্টফোন থেকে আরেকটিতে ফাইল আদান-প্রদানে ব্লটুথের ব্যবহারই এখন পর্যন্ত বেশি হয়ে থাকে। তবে ফাইলের আকার বড় হলে এতে ঝামেলা হয়। এ জন্য অনেক সময়ের প্রয়োজনও হয়। এ সমস্যার সমাধান করতে একটি অ্যাপ বানিয়েছেন ডেভেলপাররা। ফাইল শেয়ারিংয়ের ক্ষেত্রে চমৎকার একটি অ্যাপ্লিকেশন ছিল ‘শেয়ারইট’। তবে এটির নতুন সংস্করণে অনেক সময় ফাইল আদান-প্রদানে সমস্যা হয়। অন্য একটি ডিভাইসের সঙ্গে যুক্ত হতে সময় বেশি নেয়।
সম্প্রতি এর বিকল্প আরেকটি অ্যাপ তৈরি করা হয়েছে। এটির নাম ‘আসুস শেয়ার লিংক’।
ASUS SHARELINK
Asus Share Link - File Transfer

এটি ব্যবহার করে শেয়ারইটের মতই সব কাজ অনায়াসে করা যাবে।
এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো
১. অ্যাপটি ব্যবহার করে খুব দ্রুত যে কোনো ফাইল স্মার্টফোনে শেয়ার করা যায়। এটি ব্লটুথ থেকে ৪০ গুণ দ্রুত গতিকে কাজ করে থাকে।
২. প্রয়োজনে একই সঙ্গে একাধিক ব্যক্তিকে ফাইল শেয়ার করাও সম্ভব। এটির সাহায্যে একত্রে পাঁচ জনকে ফাইল শেয়ার করা যাবে।
৩. নির্দিষ্ট দুরত্বের মধ্যে অ্যাপটি ইন্সটল করা আছে এমন ডিভাইস অনায়াসে নিজেই স্ক্যান করে খুঁজে বের করবে।
৪. অ্যাপটিতে রয়েছে ছবি, মুভি, মিউজিক ও অন্যান্য আলাদা আলাদাভাবে আদান-প্রদানের ব্যবস্থা।
৫. সম্পূর্ণ অফলাইনে কাজ করবে এটি। তাই একবার ডাউনলোড করা হলে আর ইন্টারনেট সংযোগ লাগবে না।

Mobile এর Sensor এ আঙ্গুল রেখে মোবাইল Lock/Unlock করুন !!

নাম শুনেই হয়ত বুঝে গেছেন যে App টা কি ?
*অনেকেই প্রশ্ন করে যে*
●Display তে Touch না করে কিভাবে Lock খুলব?●
●Power Button ছারা কিভাবে Mobile Unlock করব ?●
আরও নানা রকম প্রশ্ন করে থাকে এ বিষয় নিয়ে। এখন নিয়ে নিন এই সমস্যার সমাধান।
তবে এই App টি তারাই ব্যাবহার করতে পারবেন, যাদের Mobile এ Light Sensor আছে। এইবার নিচে থেকে থেকে ডাউনলোড করুন ।



উপর থেকে App টি Download করে Install করুন ।
এবার Swipe করে একদম নিচে চলে যান ।
এবার "wave to lock screen" এ Click করুন। Device administrators এর Permission চাইবে। Activated এ Click করুন।
এবার Wave to unlock Open করে একদম উপরে গিয়ে "Start" এ Click করুন। Notification Bar এ একটি Notification আসবে।
দেখবেন আপনার Mobile এর Light Sensor এর Light On হয়ে গেছে। এখন Sensor এ আঙ্গুল রেখে দেখুন Mobile Lock হয়ে গেছে। আবার Sensor এ আঙ্গুল রেখে দেখুন Screen On হয়ে গেছে Without Power Button।
এই Apps টা ব্যাবহার করে অন্তত ফোনর PowerButton টা রক্ষা কইরেন !!
মজা না ??????

Sunday, May 31, 2015

ইন্টারনেট কানেকশন ছাড়াই টিভি দেখুন

Free Mobile TV On OTG Supported Smartphone

আপনিও পারবেন মোবাইল ফোনে টিভি দেখতে কোন রকম ইন্টারনেট কানেশন ছাড়া !

হ্যা আপনিও পারবেন আপনার এন্ড্রয়েড এ OTG সাপোর্ট করে এমন ফোনে টিভি দেখতে পারবেন তবে সেটা কোন রকম ইন্টারনেট কানেশন ছাড়া ।



ডিভাইসটি হচ্ছে টিভি কার্ড আর এটি শুধুমাত্র এন্ড্রয়েড ডিভাইসে চলবে এটি Aver Media কোম্পানির।

কানেশনের কোনো ঝামেলা নেই শুধু প্লাগ ইন করবেন চলুন দেখি কিভাবে ডিভাইসটি প্লে করে টিভি দেখবেন।

প্রথমেই প্লে স্টোর থেকে Aver TV Mobile সফটওয়্যার টি ডাউনলোড করেন

make-money-468x60-2

তারপর ওপেন করার আগে ডিভাইসটি প্লাগ ইন করে নিন তারপর সিম্পলি চ্যানেল স্ক্যান করুন আর উপভোগ করুন।

আপনি চাইলে এটি থেকে যেকোনো ধরনের অনুষ্ঠান ইচ্ছেমত আপনার মেমোরি কার্ড এ সংরক্ষণ করে রাখতে পারেন।


হোয়াটসঅ্যাপ এর ১০টি দুর্দান্ত টিপস এন্ড ট্রিকস

বেড়েই চলেছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা। ইনস্ট্যান্ড মেসেজিং প্লাটফর্মটির মাধ্যমে এখন ভয়েস কলও করা যায়। ফেসবুকের মালিকানাধীন এই অ্যাপটি ব্যবহার করছেন ৮০০ মিলিয়ন মানুষ। কাজেই এর ব্যবহার সম্পর্কে জ্ঞান থাকা দরকার আপনারও। এখানে জেনে নিন হোয়াটসঅ্যাপের ১০টি দারুণ কৌশল।

10 Awesome Tips and Tricks About Whatsapp
Whatsapp
১. স্মার্টফোনটি যদি বদলে ফেলেন তবে আগের ফোনের চ্যাটিং হিস্ট্রি নতুন ফোনে নিতে পারবেন। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করলে চ্যাট হিস্ট্রি কার্ডে নিয়ে যান। এটি করতে মেনু>সেটিংস>চ্যাট সেটিংস>ব্যাকআপ কনভারসেশন প্রক্রিয়াটি সম্পন্ন করুন। নতুন ফোনে এই কার্ডটি লাগিয়ে নিয়ে রিস্টোর করুন।
 ২. আপনি শেষ কখন হোয়াটসঅ্যাপে ছিলেন তা অন্যকে না জানাতে চাইলে সেটিংসে যান। সেখান থেকে অ্যাকাউন্টের প্রাইভেসিতে গিয়ে এটি বন্ধ করে দিন।
৩. আপনার পাঠানো মেসেজ শেষ কখন দেখা হয়েছে তা বুঝতে দেখুন চ্যাট উইন্ডো নীল রংয়ের হয়েছে কি না। নীল হলে বুঝবেন দেখা হয়েছে।
৪. আইওএস অপারেটিংয়ে জেলব্রেকিং ছাড়া হোয়াটসঅ্যাপ লক করা যায় না। তবে অ্যান্ড্রয়েডে পিন কোডের মাধ্যমে চ্যাট লক করতে পারবেন। এ জন্যে ম্যাসেঞ্জার অ্যান্ড চ্যাট ব্লকস, অ্যাপ লক অথবা স্মার্ট অ্যাপলক অ্যাপগুলো ব্যবহার করতে পারেন।
৫. কম্পিউটারে ক্রোম ব্রাউজার থাকলে হোয়াটসঅ্যাপ ওয়েবে গিয়ে তা ব্যবহার করতে পারবেন। এ জন্যে ব্রাউজার থেকে অ্যাপের ওয়েবে গিয়ে মেনু থেকে কিউআর কোড স্ক্যান করে নিন। মোবাইলের মতোই এতে চ্যাট করতে পারবেন।
৬. হোয়াটস অ্যাপ ব্যবহারকারী সব ছবি হয়তো গ্যালারিতে দেখতে চান না। এটি বন্ধ করতে সেটিংস>প্রাইভেসি>ফটোস-এ যান। সেখান থেকে হোয়াটসঅ্যাপ অফ করে দিন।
৭. কিছু গ্রুপ কনভারসেশন খুব যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। আইফোন ব্যবহার করলে গ্রুপ চ্যাপ অপশনে গিয়ে গ্রুপ ইনফো স্ক্রিনে যান। সেখানে মিউট বাটন ট্যাপ করুন। অ্যান্ড্রয়েডে চ্যাট খুলে মিউট চেপে দিন। সেখানে শো নোটিফিকেশন এর টিক চিহ্নটি তুলে দিতে পারেন।
৮. মুছে ফেলা মেসেজ ফিরে পাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো, হোয়াটসঅ্যাপটি মুছে ফেলে তা আবারো ইনস্টল করুন। এ সময় জানতে চাওয়া হবে আপনি মেসেজ রিস্টোর করবেন কি না। রিস্টোর করলেই মুছে ফেলা মেসেজ ফিরে পাবেন।
৯. শুধু অ্যান্ড্রয়েডে প্রতিদিনের চ্যাটের জন্যে শর্টকাট তৈরি করে নিতে পারবেন। চ্যাটে প্রশ্নবোধক বাটনটি চেপে ধরে রাখুন। এরপর অ্যাড কনভারসেশন শর্টকাট সিলেক্ট করে নিন।
১০. কাউকে বড় আকারের মেসেজ ব্যক্তিগতভাবে পাঠাতে পারবেন। অ্যান্ড্রয়েডে মেনু থেকে নিউ ব্রডকাস্ট অপশন থেকে প্রাইভেট মেসেজ করে নিতে পারবে। আর আইওএস-এ চ্যাটস স্ক্রিনের ব্রডকাস্ট লিস্টস ট্যাপ করুন। এরপর নিউ লিস্ট ট্যাপ করে যাকে পাঠাতে চান তাকে সিলেক্ট করে নিন।









১৭০০০ মার্কিন ডলারের ও বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল অ্যান্ড্রয়েড স্মার্টফোন ।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসরযুক্ত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সোলারিন স্মার্টফোনটিতে ওয়াই-ফাই সংযোগসহ আছে ২৩.৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।...

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top