Monday, September 7, 2015

ব্লগারে মেটা ডিসক্রিপশন দিবেন কিভাবে ?

12:22:00 AM

মেটা ট্যাগ এবং মেটা ডিসক্রিপশন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।দুইটাই অন পেজ অপটিমাইজেশন এর অংশবিশেষ।এটা যোগ করার ফলে ব্লগে অনেক ভিজিটর পেতে পারেন।মেটা ডিসক্রিপশন যোগ করে আপনি আপনার সাইট বা কোন পাতা সম্পর্কে ভিজিটরদের আগেই ধারনা দিতে পারেন।যেমন যখন কেউ কোন সার্চ ইঞ্জিনে কোন কিওয়ার্ড দিয়ে সার্চ দিবে তখন সে অসংখ্য ফলাফল দেখতে পাবে এবার সে যেটি চাই সেটি সে খুজে সেই পেজে যাবে।যেমন দেখুন আমি Free Antivirus Download দিতে গুগলে সার্চ দিলাম।

ডিসক্রিপশন,মেটা ডিসক্রিপশন,সার্চ ইজ্ঞিন অপটিমাইজেশন,blogger seo,add meta description,meta description

এবার দেখুন এখানে সার্চ ফলাফলে অনেক রেজাল্ট আসছে এখানে দেখুন প্রথমে টাইটেল আসছে তার পর একটুখানি বিস্তারিত আসছে এইটুকুই মেটা ডিসক্রিপশন।এটাই কোন ব্যক্তিকে এই পেজে কি আছে সে সম্পর্কে ধারনা দেবে।যেমন নিচের ছবিটা দেখুন।

ডিসক্রিপশন,মেটা ডিসক্রিপশন,সার্চ ইজ্ঞিন অপটিমাইজেশন,blogger seo,add meta description,meta description


এখানে দেখুন আমি যতটুকু মেটা ডিসক্রিপশন দিয়েছি ঠিক সেটুকুই সার্চ রেজাল্টে আসছে।
মোট কথা মেটা ডিসক্রিপশন যোগ করে আপনি কোন পাতায় কি আছে সেটা সম্পর্কে একটু ধারনা দিতে পারেন।

 কিভাবে যোগ করবেনঃ 
প্রথমে আপনার ব্লগে প্রবেশ করুন।
"সেটিংস" >"অভিরুচি অনুসন্ধান করুন " এ যান । এখানে দেখুন "মেটা ট্যাগ" লেখা আছে।

ডিসক্রিপশন,মেটা ডিসক্রিপশন,সার্চ ইজ্ঞিন অপটিমাইজেশন,blogger seo,add meta description,meta description

এবার এই বক্সের মধ্যে আপনি আপনার সাইটের বিস্তারিত লেখুন।এটি আপনার মুল সাইটের এবং পেজের ডিসক্রিপশন।

প্রতিটি লেখায় আলাদা ডিসক্রিপশন কিভাবে দেবেন ? ঃ

যখন কোন পোস্ট দিতে যাবেন দেখবেন ডানপাশে Search Description লেখা আছে।

ডিসক্রিপশন,মেটা ডিসক্রিপশন,সার্চ ইজ্ঞিন অপটিমাইজেশন,blogger seo,add meta description,meta description


এখানে এই বক্সের মধ্যে আপনি যে ডিসক্রিপশন দেবেন সেটাই সার্চ ফলাফলে দেখা যাবে।এভাবে আপনি যত পোস্ট দেবেন প্রতিটা পোস্টের ডিসক্রিপশন দিয়ে দেবেন।
আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন।

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

1 comments:

  1. Have used Kaspersky Anti virus for a couple of years, and I would recommend this Anti-virus to all you.

    ReplyDelete

 

© 2017 TECHDVICE. All rights resevered. Templateism

Back To Top