অনেকের কাছেই একটি নতুন মাউস কিনে ব্যবহার করতে শুরু করার সময়টাতে মাউসের স্ক্রল স্পিড নিয়ে কিছুটা বিরক্তিতে পড়তে হয়। মাঝে মাঝে নতুন কেনা এই মাউসের স্ক্রল স্পিড কিছুটা বেশি থাকে আবার কিছু সময় অনেক ধীর গতির থাকে। সেই নতুন মাউসের সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করেন অনেকেই এবং কিছুটা সময় চলে যাবার পর একটা সময় এসে নতুন মাউসের স্ক্রল হুইলের সেটিংসেই আমরা অভ্যস্ত হয়ে যাই। কিন্তু আমরা চাইলেই সহজেই কিন্তু উইন্ডোজে মাউসের স্ক্রল হুইলের স্পিড কাস্টোমাইজ করতে পার! কীভাবে? চলুন, জেনে নেয়া যাক আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে।
পদ্ধতিঃ
এর জন্য প্রথমে আপনি স্টার্ট মেন্যু থেকে Settings অপশনটি খুঁজে বের করুন।
Settings অপশনটিতে ক্লিক করার পর আপনি নতুন একটি উইন্ডে Devices নামের একটি অপশন খুঁজে পাবেন। ক্লিক করুন।
নতুন উইন্ডো খুলে গেলে সেখান থেকে Mouse & Touchpad অপশনটিতে ক্লিক করুন।
এবার Mouse & Touchpad মেন্যুএর ডানপাশের অংশে একটি স্লাইডার দেখতে পাবেন আপনি। সেখানে যে সংখ্যাটি রেজিস্টার্ড করা দেখতে পারবেন তার অর্থ হচ্ছে আপনি একবার স্ক্রল করলে সেই কয়টি লাইন স্ক্রল হবে আপনার স্ক্রিনে। এটি আপনার প্রয়োজন মত সংখ্যায় আনুন। না বুঝে থাকলে নিচের স্ক্রিনশটটি লক্ষ্য করুন।
এখানে ডিফল্টভাবে ৩ সংখ্যাটি রেজিস্টার্ড করা থাকলেও আপনি প্রায় ১০০ পর্যন্ত সংখ্যায় এটি পরিবর্তিত করতে পারবেন। যাই হোক, আমরা স্ক্রল সেটিংস শেষ করলাম। এবার আরেকটু ফাইন টিউন করা যাক। আপনি নিচের চিত্রের মত অ্যাডিশনাল সেটিংস অপশনে ক্লিক করুন।
নতুন একটি মাউস প্রোপার্টিস ডায়লগ বক্স দেখতে পেলে সেখান থেকে নিচের চিত্রের মত Wheel ট্যাবটি নির্বাচন করুন।
আপনি এখানেও স্ক্রল লাইন অ্যারো বা কীবোর্ডের মাধ্যমে নির্ধারন করে দিতে পারেন।
ব্যাস! আপনার মনের মত স্ক্রল স্পিড সেট হয়ে গেলে অ্যাপ্লাই করে বের হয়ে আসুন! এরপর থেকে আর আপনাকে নতুন মাউসের স্ক্রল স্পিড নিয়ে বিপদে পড়তে হবে না বলেই আশা করছি।
0 comments:
Post a Comment