Monday, February 1, 2016

রবি সকাল বিকাল বান্ডেল অফার

10:57:00 PM



রবি দিচ্ছে তাদের কাস্টমারদের জন্য টকটাইম, এসএমএস, এমএমএস এবং ডাটার ৯টি ভিন্ন ভিন্ন বান্ডেল প্যাক যা ৩টি বিভাগে বিভক্ত (দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক প্যাক)।

দৈনিক বান্ডেলঃ


১নং প্যাকঃ
৪০ মিনিট (রবি-রবি) এবং ৪০ এসএমএস
মূল্যঃ ১০ টাকা
ব্যবহার করা যাবেঃ ২৪ ঘন্টা
ব্যবহারের সময়কালঃ সকাল ৫টা - বিকাল ৫টা
চালু করার কোডঃ *8666*02#

২ নং প্যাকঃ
২০ মিনিট (রবি-রবি) এবং ২০ এসএমএস
মূল্যঃ ১০ টাকা
মেয়াদঃ ১ দিন
ব্যবহার করা যাবেঃ ২৪ ঘন্টা
ব্যবহারের সময়কালঃ সকাল ৫টা - বিকাল ৫টা
চালু করার কোডঃ *8666*03#

৩ নং প্যাকঃ
১২ মিনিট যেকোন অপারেটরে, ১২ এমবি ডাটা, ১২টি এসএমএস
মূল্যঃ ১০ টাকা
মেয়াদঃ ১ দিন
ব্যবহার করা যাবেঃ ২৪ ঘন্টা
চালু করার কোডঃ *8666*12#

৪নং প্যাকঃ
১৬ মিনিট যেকোন অপারেটরে, ১৬ টি এসএমএস
মূল্যঃ ১০ টাকা
ব্যবহার করা যাবেঃ ২৪ ঘন্টা
ব্যবহারের সময়কালঃ সকাল ৫টা - বিকাল ৫টা
চালু করার কোডঃ *8666*016#

সাপ্তাহিক বান্ডেলঃ

১ নং প্যাকঃ
১৫০ মিনিট (রবি-রবি) এবং ১৫০ এসএমএস
মূল্যঃ ৫০ টাকা
মেয়াদঃ ৭ দিন
ব্যবহার করা যাবেঃ ২৪ ঘন্টা
চালু করার কোডঃ *8666*50#

২ নং প্যাকঃ
৩৫০ মিনিট (রবি-রবি)
মূল্যঃ ১০০ টাকা
মেয়াদঃ ৭ দিন
ব্যবহার করা যাবেঃ ২৪ ঘন্টা
চালু করার কোডঃ *8666*008#

৩ নং প্যাকঃ
৭০ মিনিট যেকোন অপারেটরে, ২৬ এমবি, ২৫ এসএমএস, ২৫ এমএমএস
মূল্যঃ ৫০ টাকা
মেয়াদঃ ৭ দিন
ব্যবহার করা যাবেঃ ২৪ ঘন্টা
চালু করার কোডঃ *8666*025#

৪ নং প্যাকঃ
১৫০ মিনিট যেকোন অপারেটরে, ৫১ এমবি ডাটা, ৫০ এসএমএস, ৫০ এমএমএস
মূল্যঃ ১০০ টাকা
মেয়াদঃ ৭ দিন
ব্যবহার করা যাবেঃ ২৪ ঘন্টা
চালু করার কোডঃ *8666*050#

মাসিক বান্ডেলঃ 

১ নং প্যাকঃ
৫০০ মিনিট যেকোন অপারেটরে, ২০০ এমবি ডাটা, ২০০ এসএমএস
মূল্যঃ ৩০০ টাকা
মেয়াদঃ ৩০ দিন
ব্যবহার করা যাবেঃ ২৪ ঘন্টা
চালু করার কোডঃ *8666*500#

অফারের শর্তাবলীঃ
৩% সম্পূরক শুল্ক +  ১৫% ভ্যাট
কাস্টমারগণ বান্ডেল প্যাকসমূহ একাধিকবার কিনতে পারবে
বান্ডেল মিনিট পালসঃ ১০ সেকেন্ড
বান্ডেল মিনিটগুলো এফএনএফ এবং প্রিয় নাম্বারে ব্যবহৃত হবে না
এসএমএস যেকোন লোকাল নাম্বারে ব্যবহার করা যাবে এবং ব্যবহারের সময়কাল (রাত ১২টা - বিকাল ৫টা) ২টি দৈনিক বান্ডেল ব্যতীত যেগুলোর ব্যবহারের সময়কাল (সকাল ৫টা - বিকাল ৫টা)
দুইটি দৈনিক বান্ডেলগুলোর এসএমএস ব্যবহারের সময়কাল (সকাল ৫টা - বিকাল ৫টা) যা ২৪ ঘন্টা ব্যবহারযোগ্য
মেয়াদের সময়সীমা সর্বশেষ কেনা প্যাকের ভিত্তিতে বৃদ্ধি পাবে যদি কাস্টমারগণ একটি বান্ডেলের মেয়াদ শেষ হোয়ার পূর্বে আরেকটি প্যাক চালু করে
রবি-রবি মিনিট দেখতে ডায়াল করুন *222*2#, অন্য অপারেটরে মিনিট দেখতেঃ *222*8#, এসএমএসঃ *222*12# এবং ইন্টারনেটঃ *8444*88#

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered.

Back To Top