২০১৬ সালের শেষের দিকে বেশিরভাগ ব্ল্যাকবেরি ডিভাইসে হোয়াটসঅ্যাপ সেবা বন্ধ হয়ে যাবে বলে এক ঘোষণায় জানিয়েছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ ব্লগ পোস্টে রবিবার এক বিবৃতিতে ২০০৯ সালে তাদের প্রথম দিককার যাত্রার স্মৃতিচারণ করে। সেসময় বেশিরভাগ ফোনই ব্ল্যাকবেরি অথবা নকিয়ার আধিপত্যে ছিল। কিন্তু এখন সময় ভিন্ন, আর ফেসবুক অধিকৃত মেসেঞ্জারটির ডেভেলপারদেরও এসব প্লাটফর্ম থেকে হোয়াটসঅ্যাপ সেবা গুটিয়ে নিতে হচ্ছে। কারণ ভব্যিষতে হোয়াটসঅ্যাপ ফিচারের পরিবর্তনের সাথে এসব প্লাটফর্ম উপযুক্ত নয়।ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেমে (ওএস) সেবা বন্ধ করার সাথে সাথে অ্যাপটি নকিয়ার সিম্বিয়ান এস৪০, এস৬০, অ্যান্ড্রয়েড ২.১, ২.২ এবং উইন্ডোজ ফোন ৭.১ ডিভাইসে সেবা বন্ধ করে দেবে। তবে আপনি যদি ব্লাকবেরি এবং হোয়াটসঅ্যপের ভক্ত হন তবে আপনাকে যে ব্লাকবেরি ব্যবহার বন্ধ করে দিতে হবে তা কিন্তু নয়। কারণ ইতোমধ্যে কানাডার প্রতিষ্ঠানটি ২০১৫ সালে প্রিভ নামের অ্যান্ডয়েড স্মার্টফোন বাজারে ছেড়েছে। তাছাড়া গুগল ওএস অপারেটিং সিস্টেমে চালিত আরও একটি স্মার্টফোন বাজারে ছাড়ার পরিকল্পনা করছে ব্লাকবেরি।
Sunday, February 28, 2016
ব্ল্যাকবেরি ইউজারদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ সেবা :O
11:16:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment