আগামী সপ্তাহে ইয়াহুকে কিনে নেওয়ার জন্য প্রস্তাব করতে পারে ভেরিজন। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
আগামী সপ্তাহে ইয়াহুকে কিনে নেওয়ার জন্য প্রস্তাব করতে পারে ভেরিজন। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। ইয়াহুকে কিনে নেওয়ার প্রতিযোগিতায় ভেরিজনের সাথে তালিকায় আছে এটি এন্ড টি, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট এবং সাবেক এওএল পার্টনার টাইম ইনকর্ডোরেটেড।
YAHOO!
এওএল’র প্রধান নির্বাহী কর্মকর্তা টিম আর্মস্ট্রং ভেরিজনে অধিগ্রহণের অপেক্ষায় আছেন। ফেসবুক এবং গুগলের সাথে প্রতিযোগিতায় নামতে এওএল এবং ইয়াহুকে পুনরায় ওয়েব সংস্করণে উজ্জীবিত করার লক্ষ্যে একযোগে কাজ করার পরিকল্পনা করছে এওএল এবং ভেরিজন।
ব্লুমবার্গ প্রতিবেদনে জানায়, চুক্তি অনুযায়ী ভেরিজন ইয়াহুর জাপানের সম্পত্তিগুলো অধিগ্রহণ করতে পারে। ইয়াহু ২০১৫ সালে ৪.১ বিলিয়ন মার্কিন ডলারের মতো মুনাফা অর্জন করে। ২০১৪ সালের ৪.৪ বিলিয়ন মার্কিন ডলার থেকে তা কমেছে।
0 comments:
Post a Comment