বিশ্বের বৃহত্তম অ্যান্টিভাইরাস ব্র্যান্ড ইন্টেল সিকিউরিটি তাদের ৩ বৎসর মেয়াদের পণ্যের সাথে বিশেষ প্রমোশন ঘোষণা করেছে। ২০ ফেব্রুয়ারী থেকে ৩১ মার্চ পর্যন্ত চলমান এ প্রমোশনে গ্রাহকেরা ম্যাকাফি ইন্টারনেট সিকিউরিটি ৩ বৎসর ও ম্যাকাফি টোটাল প্রোটেকশন ৩ বৎসর এই দুইটি পণ্যের সাথে ইন্টেল সিকিউরিটি ব্যাকপ্যাক ফ্রি পাবেন।
বাংলাদেশে ইন্টেল সিকিরিটির পরিবেশক কম্পিউটার ভিলেজের শোরুম গুলো ছাড়াও দেশের সব আইটি মার্কেটে এই পণ্য পাওয়া যাবে। উল্লেখ্য যে, ইন্টেল কর্পোরেশন ২০১১ সালে বিশ্বের বৃহত্তম সিকিউরিটি সফটওয়্যার ব্র্যান্ড ম্যাকাফিকে কিনে নেয় এবং ব্যাপক গুনগত উৎকর্ষ সাধনের পর ২০১৪ সাল থেকে ইন্টেল সিকিউরিটি নামে বাজারজাত করছে।
I've been using AVG protection for a few years now, I'd recommend this product to all of you.
ReplyDelete