Saturday, February 27, 2016

অনুশীলন প্রতিযোগিতায় শুরু হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং

2:44:00 AM

অনুশীলন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হচ্ছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা। ২৬ ফেব্রুয়ারি শুক্রবার থেকে অনলাইন প্রোগ্রামিং অনুশীলন প্রতিযোগিতা শুরু হবে।
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং পলিটেকনিক ইনস্টিটিউটের ৪র্থ সেমিস্টার পর্যন্ত শিক্ষার্থীদের জন্য এবার ১৬টি আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রোগ্রামিং প্রতিযোগিতা হবে অনলাইন যাচাই প্ল্যাটফর্ম কোড মার্শালে (www.codemarshal.org)। খুদে প্রোগ্রামারদের অনলাইন প্রোগ্রামিং সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এই অনুশীলন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান কোড মার্শালের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান।

মাহমুদুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টা অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। এর আগে কোড মার্শালে নিবন্ধন করা যাবে। কোড মার্শাল প্ল্যাটফর্ম ছাড়াও দেশের আরও কিছু অনলাইন প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের এ প্রতিযোগিতা হবে।
দেশের ১৬টি শহরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ গুলো হচ্ছে রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, গোপালগঞ্জ, দিনাজপুর, পাবনা, পটুয়াখালী, টাঙ্গাইল, নোয়াখালী, কুমিল্লা, যশোর ও ময়মনসিংহ। আঞ্চলিক প্রতিযোগিতাগুলো আগামী ৬ মার্চ থেকে ৩ এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। সব অঞ্চলের বিজয়ীদের নিয়ে আগামী ৯ এপ্রিল ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা হবে।
আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে কুমিল্লা, টাঙ্গাইল ও ঢাকা অঞ্চলের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন শুরু হবে।
জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজনে রয়েছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড, বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, অ্যাকাডেমিক সহযোগিতায় কোড মার্শাল, সহযোগী হিসেবে আছে কিশোর আলো, এটিএন নিউজ, ও বিআইজেএফ।
প্রতিযোগিতা সম্পর্কে জানা যাবে http://www.nhspc.org/সাইটে।

Written by

I am Akil Ashraful. Born in Palash, Narsingdi. I am a blogger, Web designer and also a logo designer.

0 comments:

Post a Comment

 

© 2017 TECHDVICE. All rights resevered. Templateism

Back To Top