সার্চ জায়ান্ট গুগল তাদের কার্ডবোর্ড ভিআর খুব সস্তায় বিক্রি শুরু করেছে। এটি সরাসরি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে কেনা যাচ্ছে।
সার্চ জায়ান্ট গুগল তাদের কার্ডবোর্ড ভিআর খুব সস্তায় বিক্রি শুরু করেছে। এটি সরাসরি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে কেনা যাচ্ছে।
এই ভার্চুয়াল হেডসেটটি স্মার্টফোনের সঙ্গে লাগিয়ে থ্রিডি মুভি উপভোগ করা যাবে। দুটি মডেলে গুগলের ভিআর হেডসেট পাওয়া যাচ্ছে। ম্যাট্টেল ভিউ মাস্টার এবং গিয়ার ভিআর। একটি ১৫ ডলার অথবা দুটি কিনলে ২৫ ডলার। ম্যাট্টেল ভিউ মাস্টার ভিআর স্টার্টার শিশুদের জন্য ডিজাইন করা হয়েছে। এটির জন্য শিশুদের জন্য সহায়ক অ্যাপস রয়েছে। এই ডিভাইসে রাবারের নমনীয় আইপিস রয়েছে। ফলে শিশুরা চোখে পরতে কোনো অসুবিধা হবে না।
আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে ছাড়া অন্য কোন দেশ থেকে এই কার্ডবোর্ড কেনা যাবেনা।
এই ভার্চুয়াল হেডসেটটি স্মার্টফোনের সঙ্গে লাগিয়ে থ্রিডি মুভি উপভোগ করা যাবে। দুটি মডেলে গুগলের ভিআর হেডসেট পাওয়া যাচ্ছে। ম্যাট্টেল ভিউ মাস্টার এবং গিয়ার ভিআর। একটি ১৫ ডলার অথবা দুটি কিনলে ২৫ ডলার। ম্যাট্টেল ভিউ মাস্টার ভিআর স্টার্টার শিশুদের জন্য ডিজাইন করা হয়েছে। এটির জন্য শিশুদের জন্য সহায়ক অ্যাপস রয়েছে। এই ডিভাইসে রাবারের নমনীয় আইপিস রয়েছে। ফলে শিশুরা চোখে পরতে কোনো অসুবিধা হবে না।
আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে ছাড়া অন্য কোন দেশ থেকে এই কার্ডবোর্ড কেনা যাবেনা।
0 comments:
Post a Comment