সম্প্রতি গুগল তাদের 'গুগল ড্রাইভ' সেবায় একটি আপডেট প্রদানের মাধ্যমে যুক্ত করেছে নতুন একটি ফিচার যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ফাইলগুলো ড্রাইভে এখন পূর্বের চাইতেও আরও সহজে গুছিয়ে রাখতে পারবেন।
একটা সময় ছিল যখন ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় ফাইলসমূহ তাদের লোকাল হার্ড ড্রাইভেই সংরক্ষণ করে রাখতেন তবে কাল এবং প্রযুক্তির বিবর্তনে বর্তমানে অনেকেই তাদের প্রয়োজনীয় ফাইলসমূহ নিরাপদে রাখার জন্য ক্লাউড স্টোরেজ সুবিধাগুলো ব্যবহার করে আসছেন। ক্লাউড স্টরেজ সেবাগুলোর মধ্যে বেশিরভাগ ব্যবহারকারীদের প্রথম পছন্দ 'গুগল ড্রাইভ'। আর জনপ্রিয় এই ক্লাউড স্টোরেজেই যুক্ত হল নতুন আরও চমৎকার একটি সুবিধা যার ফলে ব্যবহারকারীরা এখন থেকে তাদের ফাইলগুলো খুব সহজেই গুছিয়ে রাখতে পারবেন।
গুগল ড্রাইভের নতুন এই সেবাটি ব্যবহারের জন্য একজন ব্যবহারকারীকে সার্চ টুল ব্যবহার করে যে ফাইলগুলো তারা গুছিয়ে রাখতে চান সেগুলো বের করতে হবে। যখন নির্দিষ্ট ফাইল খুঁজে পাওয়া যাবে তখন ড্র্যাগ এবং ড্রপ অপশন ব্যবহার করে খুব সহজেই একজন ব্যবহারকারী সেই ফাইলগুলো নিজের ইচ্ছে মত স্থানে সংরক্ষণ করতে পারবেন। নতুন এই গুগল আপডেটের ফলে ব্যবহারকারীরা যে সকল সুবিধা পাবে তা হচ্ছে,
নতুন এই আপডেটের পর 'Move' বাটনটি এখন সহজেই ব্যবহারকারীদের চোখে পড়বে।
ড্র্যাগ এবং ড্রপ ফিচারটিকে আরও উন্নত করা হয়েছে।
ব্যবহারকারীরা তাদের সাথে শেয়ার্ড ফাইলগুলোও খুব সহজে সংরক্ষণ করতে পারবেন।
যদি এখনও আপনি আপনার প্রয়োজনীয় সব ফাইলগুলো আপনার কম্পিউটারেই সংরক্ষণ করে থাকেন তবে এখনই সময় সেগুলোকে নিরাপদে রাখার জন্য ক্লাউড স্টোরেজ সুবিধা ব্যবহার করার, আর এক্ষেত্রে গুগল ড্রাইভ সত্যিকার অর্থেই চমৎকার সেবা প্রদান করে থাকে।



0 comments:
Post a Comment